ভোলাবাণী ।।লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহনে পরিবারের অজান্তে পানিতে ডুবে মাহিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহিম ওই বাড়ির লোকমান হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, সকালের দিকে মাহিমের মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় মাহিম তার পরিবারের অজান্তে বসতঘর থেকে বের হয়ে পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২:৪৮:০৯ ৪২ বার পঠিত |