ভোলায় ভারী বর্ষণে কৃষকরা দিশেহারা,ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ভারী বর্ষণে কৃষকরা দিশেহারা,ফসলের ব্যাপক ক্ষতি
শনিবার, ২২ এপ্রিল ২০১৭



---ভোলাবাণী: ভোলায় গত দুই দিনের ভারী বর্ষনে উপকূল এলাকার কৃষকদের কয়েক হাজার একরের রবিশস্য পানিতে ডুবে গেছে। এর ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

কয়েকদিন আগে জোয়ারের পানি রবিশস্যের ক্ষেতে প্রবেশ করে কৃষকের ব্যাপক ক্ষতি হয়। তখন সেচ ও বাঁধ দিয়ে অনেক ফসল কোনোমতে রক্ষা করা সম্ভব হলেও দুই দিনের বৃষ্টিতে সেগুলোও পানির নিচে তলিয়ে যায়। পুরো ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকের স্বপ্ন ভেসে যায়।

কৃষক নিজাম জানান, তিনি এক লাখ টাকা ধারদেনা করে প্রায় ছয় একর জমিতে আলু, মরিচ, মুগ ও বাদামের চাষ করেছেন। কিন্তু মৌসুমের প্রথম জোয়ারের পানি প্রবেশ করে আংশিক ক্ষতি হলেও এবার দুই দিনের বৃষ্টিতে পুরো ফসলের মাঠ পানিতে ডুবে গেছে
তার মতো ওই এলাকার কৃষক সোলেমান, জব্বার, আলমগীর, হাফেজসহ অনেকেরই ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এর ফলে কৃষকরা কী করবেন তার কুলকিনারা করতে পারছেন না।

---সরেজমিনে দেখা গেছে, দুই দিনের টানা বৃষ্টিতে মাঠের পর মাঠের রবিশস্য পানিতে ডুবে রয়েছে। পানি সরানোর কোনো ব্যবস্থা না থাকায় মাঠজুড়েই শুধু চোখে পড়ছে পানি আর পানি।

ভোলা সদর উপজেলা কৃষি উপ-সহকারী মোস্তফা কামাল জানান, ক্ষতির চিত্র কৃষি বিভাগের হাতে আসতে দুই/চারদিন সময় লাগবে। বৃষ্টির পানি দ্রুত নেমে গেলে ফসলের ক্ষতি কিছুটা কম হবে। আর সরকারি সহায়তা না পেলে ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৫৩   ৫৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ