দক্ষিণ আইচায় পুকুরের মাছের সাথে এ কেমন শত্রুতা!

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় পুকুরের মাছের সাথে এ কেমন শত্রুতা!
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২



সেলিম রানা।। ভোলাবাণী।। চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় পূর্বশত্রুতার জের ধরে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে।মো. ইকবাল মুন্সি নামে এক মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন ধরনের মাছে নিধনের অভিযোগ উঠেছে তাঁর সৎ ভাই মাহাবুব মুন্সি গংদের বিরুদ্ধে।
চরফ্যাশনে পুকুরের মাছের সাথে এ কেমন শত্রুতা!বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার ৩০ মিনিটের সময় দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড রুহুল আমিন চেয়ারম্যান বাজারের পাশে এ মাছ নিধনের ঘটনাটি ঘটে। পুকুরের মালিক ইকবাল মুন্সি জানান, আমি একজন পেশায় মাছ ব্যবসায়ী। আমার পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছ চাষ করি এবং বিভিন্ন ঘেরের পানি কম থাকায় আমার এই পুকুরে মাছ এনে এখান থেকে পাইকারী ও খুচরা বিক্রী করে জীবিকা নির্বাহ করি। হটাৎ বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার ৩০ মিনিটের সময় আমার বসত বাড়ীতে মানুষের শব্দে শুনে কুকুড় ডাকা শুরু করলে আমি টর্স লাইটের আলোতে আশে পাশে লাইট দিয়া অভিযুক্ত মাহাবুব সহ অজ্ঞাতনামা আরো ০৪/০৫ জন লোককে দেখতে পাই। তাদের দেখে আমি টর্স লাইট পুকুরে মারলে মাছ মরে ভেসে থাকতেও দেখতে পাই। মাছ মরে থাকতে দেখে আমি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাঁরা বিষয়টি শুনে এবং দেখে। বিষ প্রয়োগে আমার পুকুরে থাকা রুই, কাতলা, চায়না পুটি, সিলবার , মিনার, তেলাপিয়া, চিংড়ি সহ অন্যান্য প্রায় ৪০ হাজার টাকার বড় মাছ চুরি করে নিয়া যায় মাহাবুব গংরা। এবং ২ লাখ টাকার ছোট মাছের রেনু পোনার ক্ষতি গ্রস্ত হয়। পরবর্তীতে মাহাবুব কেন আমার এত বড় ক্ষতি করলো জিজ্ঞাসা করা মা মাত্রই মাহাবুব গংরা আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করিয়া থানায় অভিযোগ দায়ের করি। মাছ নিধনের ঘটনায় আমার প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। আমি অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এলাকাবাসী জানায়, ইকবাল মুন্সি দীর্ঘদিন পর্যন্ত তাঁর নিজ বাড়ির পুকুরে মাছ চাষাবাদ করে আসছে। বৃহস্পতিবার ভোর বেলায় ঘুম থেকে উঠে দেখি পুকুরের থাকা সব ধরনের মাছ ভেসে উঠেছে। এই মাছ নিধানের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান তাঁরা। অভিযুক্ত মাহাবুবের সাথে কথা বললে তিনি বলেন, পুকুরে কে-বা কাহারা বিষ প্রয়োগ করেছে আমি দেখিনি, আমার নামে ইকবাল মিথ্যা রটাচ্ছে। এর বাহিরে আমার আর কোনো মন্তব্য নাই। দক্ষিণ আইচা থানার পুলিশ পরিদর্শক এ এস আই সাইফুল ইসলাম জানান, মাহাবুব গংদের নামে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগ প্রমানিত হলে তাকে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:১০   ৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ