মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

ফারিয়ার ‘বিবাহ অভিযান’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফারিয়ার ‘বিবাহ অভিযান’
মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২



ভোলাবাণী বিনোদন ডেক্স।।

বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ওপার বাংলায়ও রয়েছে তার বেশ পরিচিতি।

 

---

টলিউডের ‘বিবাহ অভিযান-২’সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন ‘আশিকী’ ছবির এই নায়িকা। কিন্তু রাজনৈতিক কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এসবই পুরানো খবর। নতুন খবর হলো এই নায়িকা ‘আবার বিবাহ অভিযান’ নামের নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন।

নুসরাত ফারিয়া তার ফেসবুকে ‘আবার বিবাহ অভিযান’ নামের সিনেমার পোস্টার প্রকাশ করেছেন। সিনেমাটির প্রথম কিস্তি নির্মাণ করেছিলেন বিরশা দাশগুপ্ত। ‘আবার বিবাহ অভিযান’ নির্মাণের দায়িত্বে থাকছেন সৌমিক হালদার। এই সিনেমার মাধ্যমেই চিত্রগাহক থেকে নির্মাতা হতে যাচ্ছেন তিনি। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন অঙ্কুশ। বাকি অভিনয়শিল্পীরা সব একই থাকছেন।

জানা গেছে, নভেম্বরে শুরু হবে ‘আবার বিবাহ অভিযান’-এর দৃশ্যধারণের কাজ। সিনেমাটির বেশিরভাগ অংশের শুটিং হবে থাইল্যান্ডে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:২০   ১০২ বার পঠিত  |