সেলিম রানা।। ভোলাবাণী।।
বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম কর্তৃক আয়োজিত শাম্মি আক্তার সুমি শিশু বৃত্তি পরীক্ষা -২০২১ ইং এর উত্তীর্ণ দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৭ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও প্রাইজমানি বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১১ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য ও চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুস ছোবাহান বাচ্চু , চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর তালুকদার, চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিলন মাষ্টার প্রমুখ। অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক সেলিম রানা, ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সালাউদ্দিন মুন্সী, ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হাওলাদার, আব্বাস মুন্সি এবং শিক্ষক, অভিভাবক সদস্য ও সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সর্বাধিক সহযোগিতা করণসহ পরিচালনায় ছিলেন, অত্র ক্যাডেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং শিক্ষিকাগণ।
উল্লেখ যে, ২০২১ ইং সনে বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম কর্তৃক শাম্মি আক্তার সুমি শিশু বৃত্তি পরীক্ষায় দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়, তাদের মধ্যে ৭ জন বৃত্তি পরীক্ষায় উত্তির্ন হয়। অনুষ্ঠানে শাম্মি আক্তার সুমি শিশু বৃত্তি পরীক্ষায় উত্তির্ন হওয়া ৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও প্রাইজমানি বিতরণ করার পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯:০৫:১১ ৯১ বার পঠিত |