ভোলাবাণী।।দুলারহাট প্রতিনিধি।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দুলারহাট থানা দলীয় কার্যলায় এ সভা অনুষ্ঠিত হয়।
নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দীন মাস্টারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ইউছুফ আলী পন্ডিত ও চরফ্যাশন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবী লীগের, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ সুমন মাতাব্বর সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রস্তুতি সভায় ১৫ আগস্টের নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০২:৪৩ ১৪২ বার পঠিত |