আজ কি খেলবেন সাকিব-মোস্তাফিজ?

প্রথম পাতা » খেলাধূলা » আজ কি খেলবেন সাকিব-মোস্তাফিজ?
সোমবার, ১৭ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী:  শ্রীলঙ্কা সফর শেষ করেই সরাসরি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন সাকিব আল হাসান। তাকে ছাড়াই চার ম্যাচ খেলে ফেলেছে কেকেআর। তিন ম্যাচে জয় পেয়েছে, আর হেরেছে একটিতে। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গৌতম গম্ভীরের দল।

অপরদিকে মোস্তাফিজুর রহমান ভারতে যান ১১ এপ্রিল। পরের দিন তার দল সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্সের। আগের মৌসুমে আলো ছড়ানো মোস্তাফিজ জায়গা পেয়ে যান একাদশে; শারীরিক অসুস্থতায় ভুগতে থাকা ময়েজেস হেনরিকসের পরিবর্তে।

ওই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি মোস্তাফিজ। ভক্তদের করেছেন হতাশ। কাটার মাস্টারের শুরুটাই হয়েছিল বাজেভাবে। প্রথম ওভারে দিলেন ১৯ রান। নিজের দ্বিতীয় ওভারে খরচ করেন ১১ রান। আর তৃতীয় ওভারের প্রথম ৪ বলে দেন ৪ রান। জয়ের জন্য অবশ্য ওই চার রানই দরকার ছিল মুম্বাইয়ের। সব মিলিয়ে ২.৪ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে মোস্তাফিজ ছিলেন উইকেটশূন্য।

পরের ম্যাচে কেকেআরের বিপক্ষে তো একাদশে জায়গাই পাননি মোস্তাফিজ। আজ রাত ৮.৩০টায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ। এই ম্যাচে চ্যাম্পিয়নদের একাদশে জায়গা হবে কি মোস্তাফিজের? নাকি আজও দর্শকের ভূমিকায় থাকছে হচ্ছে তাকে?

সাকিব হয়তো ফিরতে পারেন কেকেআরের একাদশে। তবে আগের ম্যাচে জয় পাওয়া কেকেআর উইনিং কম্বিনেশন না ভাঙলে সেই সম্ভাবনাও তো ক্ষীণ। দেখা যাক, কী হয়! দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৪ টায় দিল্লির মুখোমুখি হবে নাইট রাইডার্স।

বাংলাদেশ সময়: ১১:১০:১১   ২০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ