ক্রিকেটারদের নববর্ষ বরণ

প্রথম পাতা » খেলাধূলা » ক্রিকেটারদের নববর্ষ বরণ
শনিবার, ১৫ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী: বাংলা ১৪২৪ সালকে বরণ করে নিয়েছে পুরো বাংলাদেশ, পুরো বাঙালি জাতি। বাংলা নববর্ষকে রাঙিয়ে দিতে আয়োজনের কমতি ছিল না সারা দেশের মানুষের। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ যেন মেতে উঠেছিল এই দিনটিকে একান্ত নিজের করে নিতে। সাধারণ মানুষের কাতারে নিজেদেরও নামিয়ে এনেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তারাও নানান আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছেন বাংলা ১৪২৪ নববর্ষকে।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকের বৈশাখ ছিল স্পেশাল। লাল পাঞ্জাবি, চোখে রোদ চশমা এবং মাথায় টোপর পরে ছবি তুলেছেন। বগুড়ায় ভক্তদের সাথে নববর্ষ উদযাপন করেন তিনি। স্থানীয় এক স্কুলের বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সে ছবি আবার আপলোড করেছেন ফেসবুক, টুইটারে।

তার আগে পোস্ট করা স্ট্যাটাসে মুশফিক লিখেন, ‘নতুন রঙ দিয়ে নিজেদের মন এবং দুনিয়াকে মাখানোর প্রত্যাশায় শুরু করা যাক আরেকটি বছর, গ্লানি দূর হওয়ার প্রেরণায় সবাইকে জানাই শুভ নববর্ষ।’

মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে নববর্ষের প্রথমদিন কাটিয়েছেন সে ছবি পোস্ট করেননি। তবে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘নববর্ষে নবরূপ রাঙ্গিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

মাশরাফি বিন মর্তুজা নিজে কিভাবে বৈশাখের প্রথমদিন কাটালেন সেটা লেখেননি কিংবা ছবিও দেননি। দিয়েছেন ছেলের ছবি। সাদা পাজামা, সাদার ওপর কাজ করা পাঞ্জাবি পরা ছেলের বৈশাখী ছবি পোস্ট করে ওয়ানডে অধিনায়ক লিখেছেন, ‘এবার বৈশাখী ঝড়ে সে রুমাল উড়িয়ে দিও/ বৈশাখী শুভেচ্ছা নিও…। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’

হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান দিনের শুরুতেই বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে। সেখানে লিখেছেন, শুভ নববর্ষ ১৪২৪। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ এরপর আবার বৈশাখ উদযাপন করতে বের হয়েছিলেন সাদার ওপর হাল্কা বেগুনি প্রিন্টের পাঞ্জাবি পরে। ছবিও তুললেন এবং সেই ছবি আপলোড করেছেন ফেসবুকে।

তবে বর্ষবরণের উৎসবটা সবচেয়ে বেশি করেছেন সম্ভবত সৌম্য সরকার। নিজের পরিবারের সঙ্গে শুরু হয়েছিল তার পান্তা-ইলিশে। পাঞ্জাবি পরে, মাথায় গামছা পেঁচিয়ে, ছোট ঢোল বাজানোর ভঙ্গি ও খাওয়া-দাওয়ার ছবি ফেসবুক দিয়েছেন তিনি। সেই ছবিতে রয়েছে তার মা’সহ পরিবারের সদস্যদের সঙ্গে সেলফি।

তাসকিন আহমেদ তো সৌম্যর ছবি দিয়ে লিখেছেন, প্রপার পহেলা বৈশাখ, সৌম্য সরকার। সৌম্য ফেসবুকে লিখেছেন, ‘সবাই কে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

ওপেনার তামিম ইকবাল হয়তো সাদা-মাটাই বর্ষবরণের দিন কাটিয়েছেন। ফেসবুকে এসে শুধু লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।’ কোনো ছবি নেই। শুধু লেখার সঙ্গে একটি কার্ড পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘নতুন বছর নতুন ভাবে। নতুন সাজে, নতুন সম্ভাবনায় শুভ নববর্ষ ১৪২৪।’

সাকিব আল হাসান রয়েছেন আইপিএল খেলতে ভারতে। তার সেভাবে নববর্ষ উদযাপনের সুযোগ পাওয়ার কথাও নয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। লিখেছেন, ‘নতুন বছর আপনার জন্য হোক আনন্দময়। শুভ নববর্ষ!’

তাসকিন আহমেদের বর্ষবরণটাও খারাপ কাটেনি। বরং বেশ হই-হুল্লোড় করেই কাটিয়েছেন মোহাম্মদপুরে নিজের রেস্টুরেন্ট তাসকিন টেরিটোরিতে। যেখানে গ্রাহকদের জন্য ছিল বিশেষ অফার। ২০০ টাকায় পান্তা-ইলিশ। বিকেল ৪টা থেকে তাসকিন টেরিটোরিতে সঙ্গীতশিল্পী হৃদয় খানকে সঙ্গে নিয়ে ভক্তদের সঙ্গে কাটিয়েছেন তিনি। তবে মজা করেছেন ফেসবুকে সৌম্যর ছবি শেয়ার দিয়ে।

ক্রিকেটার নাসির হোসেন ফেসবুকে সকালের শুরুতে লিখেছিলেন, ‘শুভ নববর্ষ ১৪২৪! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!’ এরপর সাদা পাঞ্জাবি পরে বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নিচ্ছেন- এমন একটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে।

বাংলাদেশ সময়: ৮:৩৫:০৪   ১৮৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ