বোরহানউদ্দিনে ২০ মন জেলে চাল উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে ২০ মন জেলে চাল উদ্ধার
বুধবার, ১ জুন ২০২২



আকতারুল ইসলাম আকাশ।।ভোলাবাণী ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ৭ নং টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মনিরাম বাজারের চাল আড়ত মালিক মো. নাছির তালুকদারের বসতঘরের বেডরুম থেকে জেলেদের ২০ মণ সরকারি চাল উদ্ধার করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

ভোলার বোরহানউদ্দিন উপজেলা ৭ নং টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় মনিরাম বাজারের চাল আড়ত মালিক মো. নাছির তালুকদারের বসতঘরের বেডরুম থেকে জেলেদের ২০ মণ সরকারি চাল উদ্ধার করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।মঙ্গলবার (৩১ মে) রাত ৮ টার দিকে এ চাল উদ্ধার করা হয়। সেই সঙ্গে আটক করা হয়েছে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার মো. আনর আলী ও আড়ত মালিক মো. নাছিরকে।

মঙ্গলবার (৩১ মে)রাত ১০ টার দিকে ইউএনও মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পেরেছেন মনিরাম বাজারের চাল ব্যবসায়ি নাছির তালুকদারের বসতঘরে জেলেদের দেয়া সরকারি চাল রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতা নিয়ে নাছির তালুকদারের বসতঘরে অভিযান চালায়।

এসময় তাঁর বসতঘরের বেডরুম থেকে প্ল্যাস্টিকের ১৩ বস্তাসহ মোট ২০ মণ চাল উদ্ধার করা হয়। সিলগারা করে দেয়া হয় বসতঘরটি।

পরে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ৭ নং টবগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চৌকিদার আনর আলী ও আড়ত মালিক নাছির তালুকদারকে আটক করা হয়।

ইউএনও আরও জানান, উদ্ধার হওয়া চাল ও আটককৃতদেরকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এবং ঘটনারটির তদন্ত প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০:২২:২৪   ৮৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ