সোমবার, ২ মে ২০২২

চরফ্যাশনে ইউপি সদস্যকে ফাঁসাতে ফেইজবুকে অপপ্রচারের অভিযোগ

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে ইউপি সদস্যকে ফাঁসাতে ফেইজবুকে অপপ্রচারের অভিযোগ
সোমবার, ২ মে ২০২২



চরফ্যাশন প্রতিনিধি।।ভোলাবাণী
চরফ্যাশনের নজরুল নগর ইউপি সদস্য নুরে আলমকে ফাঁসাতে এলাকার নিরীহ ব্যক্তিদেরকে বাধ্য করে মিথ্যা অভিযোগের ভিডিও করে ফেইজ বুকে দিয়ে অপ্রপ্রচারের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ফুয়াদ মুন্সি ও এনায়েত ডাক্তার এর বিরুদ্ধে। ফেইজ বুকে পোষ্ট করা ভিডিওতে ইউপি সদস্যের বিরুদ্ধে আশ্রয়ণের ঘর দেয়ার নামে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে মর্মে অভিযোগ আনা হয়েছে।   কিন্তু  অভিযোগকারী পারভীন,দুলাল ও রুবেল জানিয়েছেন ইউপি সদস্য নুরে আলমের বিরুদ্ধে তাদেরকে দিয়ে আশ্রয়নের ঘর দেয়ার নামে টাকা চাওয়ার  মিথ্যা ভিডিও বক্তব্য দিতে বাধ্য করেছেন প্রতিপক্ষ ফুয়াদ মুন্সি ও এনায়েত ডাক্তার। এঘটনার পর তারা বিষয়টি ইউপি সদস্য নুরে আলমকে জানিয়েছেন।
---ইউপি সদস্য নুরে আলম বলেন, দুলাল ও রুবেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের এই বিষয়টি জানানোর পর আমি বিষয়টি প্রথমে আমলে নেইনি। কিন্তু ফেইজ বুকে ভিডিও পেয়ে আমি হতবাক হয়েছি। তিনি বলেন আশ্রয়ণের ঘর দিতে আমার বিরুদ্ধে টাকা চাওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা এটা আমার নির্বাচনী প্রতিপক্ষের ষড়যন্ত্র।
ফুয়াদ মুন্সি ও এনায়েত ডাক্তার বলেন,  পারভীন,দুলাল ও রুবেলকে বাধ্য করে ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ভিডিও করে ফেইজ বুকে দেয়ার বিষয়ে আমারদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০০   ৭৩ বার পঠিত  |