চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিজানুর রহমান।।ভোলাবাণী।। দুলার হাট প্রতিনিধি:
চরফ্যাশন উপজেলার দুলারহাটে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে মেহবুব হাসান নামের এক কলেজে ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত ১:৩০মিনিটের সময় দুলারহাট থানার আওতাধীন নীলকমল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নিজ বাড়িতে এঘটনা ঘটে। মাহাবুব হাসান ওই এলাকার মোঃ রফিকুল ইসলাম কবিরের ছেলে। এবং চরফ্যাশন সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ বাড়ীর মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ীর পাশে পুকুরে মাছ ধরতে যায় হাসান। একটি পুকুরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা সম্পূর্ণ করা শেষে অন্য আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোন অভিযোগ না থাকায় কলেজ ছাত্র হাসানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১৩:১৪ ১১০ বার পঠিত |