ভোলায় বিজয়ী মেম্বারপ্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩০

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিজয়ী মেম্বারপ্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩০
বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২




স্ট্যাফ রির্পোটার ॥ ভোলাবাণী


ভোলায় নির্বাচনে হেরে বিজয়ী ইউপি সদস্যসহ তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে।


ভোলায় বিজয়ী মেম্বারপ্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩০বিজয়ী ইউপি সদস্য মো. কামাল হোসেন লিটন শিকদার বলেন, ৫ জানুয়ারি (বুধবার) নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ১৬১ ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই। ফলাফল ঘোষণার পর থেকে পরাজিত প্রার্থী (ফুটবল) প্রতীকের মো. শাহে আলম সিকদার তার সমর্থকরা আমাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। বিজয়ের পরে বৃহস্পতিবার সকালে ওই ওয়ার্ডের তুলাতুলি এলাকার করিম আলী সিকদার বাড়ির সামনে সমর্থকদের সঙ্গে দেখা করতে গেলে মো. শাহে আলম সিকদার নেতৃত্বে ইমন, এমরান, মোজাম্মেল শিকদার, শাহিন, রুবেল, নাছির, জাহিদ, তামিমসহ একদল ক্যাডার বাহিনী হামলা চালায়। লোকজন হামলা চালায়। এরপর থেকে যারে যেখানে পেয়েছে সেখানেই পিটিয়েছেন। আমার সমর্থক ইমতিয়াজের দোকান লুটপাট করে নগদ ১০ হাজার নিয়ে গেছেন, আমার বাড়ির সামনে কাচারি ঘর ভাংচুর করে আগুন দিয়েছেন। বাড়ির সামনে বোমাবাজি করেছে। এতে আমাদের আলাউদ্দিন সিকদার, আলমগীর সিকদার, রুবলে সিকদার, ইমতিয়াজ, লিমন, বিল্লাল, মাইনুদ্দিন, সালমান সিকদার, আকলিমা লিমন, জান্নাত বিল্লাল, মাসুম সিকদার, কামাল চৌকিদার, সাকিব চৌকিদার, কামরুল,  ফারুক, আকলিমা, জাহানারা বেগম সহ প্রায় ২০জন আহত হয়েছে।


তবে অভিযোগ অস্বীকার করে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. শাহ আলম বলেন, ‘বিজয়ী হয়ে তারা আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। প্রতিপক্ষের হামলায় আমার ১০ জন আহত হয়েছেন।


ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:১৭:৩৯   ৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

আর্কাইভ