লালমোহনে হামিম শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে হামিম শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য
শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১



সালাম সেন্টু।।ভোলাবাণী ।। ভোলার লালমোহনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ”। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও মেধা বিকাশে অনন্য প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বারবার সাফল্য অর্জন করছে “হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ” এর শিক্ষার্থীরা।

লালমোহনে হামিম শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ১৪ডিসম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতায় ১৮টি পুরস্কারের মধ্যে ১৪টি পুরস্কার অর্জন করে হামিম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীরা।

এছাড়াও গত ২৮নভেম্বর  জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে “মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শিরোনামে অনুষ্ঠিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় সারা দেশে শীর্ষ ১০০ জনের মধ্যে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের  বুশরা ও সৈয়দ মাহাতাব হোসেন নামে দুই শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। ১৬ডিসেম্বর ওই দুই শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। একই সাথে আগামী দুই বছর (২৪ মাস) দুই হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবেন তারা।

এবছর অনুষ্ঠিত “শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে” রচনা লিখে ভোলা জেলায় প্রথম হয়েছিল হামীম’র শিক্ষার্থী সাবিকুন নাহার ফারিয়া। একই বিষয়ে জেলা পর্যায়ে তৃতীয় স্থানও অধিকার করে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ। গত সেপ্টেম্বরেও “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক ভিডিও স্বাক্ষাৎকারের জন্য ভোলা জেলায় প্রথম স্থান অধিকার করে লালমোহন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস স্কুলে এসে এ পুরস্কার তুলে দেন হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের পরিচালক মো. রুহুল আমিনের হাতে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৪২   ১০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ