ভোলায় ইউপি নির্বাচনে ডেলিকেটদের ভোটে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হলেন যারা।

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ইউপি নির্বাচনে ডেলিকেটদের ভোটে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হলেন যারা।
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১




এম এইচ ফাহাদ।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি।।

ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীতা চুরান্ত করার লক্ষে ১২টি ইউনিয়ন  আওয়ামীলীগের সকল ডেলিকেটদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী তালিকা চুরান্ত করা হয়।


ভোলায় ইউপি নির্বাচনে ডেলিকেটদের ভোটে আওয়ামীলীগের  চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হলেন যারা।আজ(৩০নবেম্বর)বুধবার সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম অনুষ্ঠিত জেলার দলীয় মনোনয়ন ভোটের সভার প্রধান সমন্ময়ক হিসেবে উক্ত সভায় সভাপতিত্ব করেন, ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোমিন টুলু,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস প্রমুখ।


সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোলা সদর উপজেলার মোট ১২টি  ইউনিয়ন থেকে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের  ইউনিয়ন পর্যায়ের সকল কাউন্সিলর ও ডেলিকেট ভোটারগন উপস্থিত হয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।


ডেলিকেট ভোট পেয়ে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিজয়ী হলেন যারা তাদের নাম নিন্মরুপঃ


ভোলা সদর উপজেলা

২নং পূর্ব ইলিশা ইউনিয়নঃ

১। আনোয়ার হোসেন ছোটন-২৫ ভোট,

২।আনোয়ার হোসেন শামীম -২০ভোট।

৩।হাসনাইন আহম্মেদ হাসান -১৪ ভোট।

৪।হোসেন সরোয়ার্দী মাস্টার-১৮ ভোট।


পশ্চিম ইলিশাঃ১। জহুরুল ইসলাম-৪৫ ভোট,

২।গিয়াসউদ্দিন আহম্মেদ-৩৫ ভোট।

৩।রুহুল আমিন-৩ ভোট।


বাপ্তা ইউনিয়নঃ

ইয়ানুর রহমান বিপ্লব বিনা প্রতিদ্বন্ডীতায় বিজয়ী হয়েছেন।


ধনিয়া ইউনিয়নঃ

১।এমদাদ হোসেন কবির-৩৬ ভোট,

২।হারুন হাওলাদার-৩৫ ভোট,

৩।পিন্টু তালুকদার-০৯ ভোট।


রাজাপুর ইউনিয়নঃ

১।রেজাউল হক মিঠু চৌধুরী-৪২ভোট,

২।মিজান খাঁ-৩৮।


আলীনগর ইউনিয়নঃ

১।বশির আহম্মেদ-৫৭ ভোট,

২।জাহিদ হোসেন শুভ-১৭ভোট,

৩।মিজানুর রহমান-৪ ভোট।


চরসামাইয়া ইউনিয়নঃ

মহিউদ্দিন মাতাব্বর-৬৩ ভোট, হারুন মহাজন-৬ ভোট।


উত্তর দিঘলদীঃ

লিয়াকত হোসেন মনসুর-৬৭ ভোট, মনোয়ার হোসেন- ৪ভোট।


দক্ষিণ দিঘলদীঃ

ইফতারুল হাসান স্বপন বিনা প্রতিদ্বন্ডীতায় বিজয়ী।


ভেদুরিয়া ইউনিয়নঃ

১।আবদুল হাই মাস্টার-৩৩ ভোট,

২।তাজুল ইসলাম মাস্টার-২০ভোট,

৩।কামাল হোসেন-১১ভোট।


ভেলুমিয়া ইউনিয়নঃ

১।আবুল খায়ের লিটন মাল- ৩৩ভোট,

২।সালাম মাস্টার-২৯ভোট, ৩।মহসিন খান-১৫ ভোট।


শিবপুর ইউনিয়নঃ

মনিরুল ইসলাম- ৪৫ ভোট

জসিম উদ্দিন-৩৭ ভোট।


উল্লেখ্য বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পেতে ডেলিকেট ভোটে বিজয়ী প্রার্থীদের তালিকা ভোলা জেলা আওয়ামীলীগ কতৃক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডে পাঠানো হবে।।

বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৪   ১০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ