শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১

ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১



ভোলাবাণী ডেক্সঃ ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে এ চালান গ্রহণ করেন।

ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের  আরও ৫৪ লাখ ডোজ টিকা

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন।এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এ ছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের সোশ্যাল মিডিয়া পেজে ৫৪ লাখ টিকা পাঠানোর কথা জানানো হয়। সেখানে বলা হয়, এটি এখন পর্যন্ত চীন থেকে বাংলাদেশের ভ্যাকসিন কেনার দ্বিতীয় বৃহত্তম ব্যাচ।

এ দিকে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশে এখন পর্যন্ত সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। যা মোট টিকা প্রয়োগের অর্ধেক।

বাংলাদেশ সময়: ১৮:১৩:৩১   ৬৪ বার পঠিত  |