বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জনের করোনাভাইরাস শনাক্ত

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জনের করোনাভাইরাস শনাক্ত
সোমবার, ২৬ জুলাই ২০২১



ভোলাবাণী ডেক্সঃবরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫২ জন।

আজ সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে গত চব্বিশ ঘণ্টায় দুই হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৯ দশমিক ৫৬ শতাংশ।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জনের করোনাভাইরাস শনাক্ত

একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ডে ১০ জন, পিরোজপুরে একজন এবং বরগুনায় সাত জনসহ মোট ১৮ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে নতুন শনাক্তদের মধ্যে বরিশাল জেলায় ৩৮২ জন, পটুয়াখালী জেলায় ১০৭ জন, ভোলায় ১৩৭ জন, পিরোজপুরে ৭৬ জন, বরগুনায় ৭৯ ও ঝালকাঠি জেলায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয় জন, আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭৩৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, সোমবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন।
করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৩ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে ও ১১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০:৩৯:২১   ৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ