যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি একাই মোকাবেলা করতে পারবে - ট্রাম্প

প্রথম পাতা » বিশ্ব-ভূবন » যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি একাই মোকাবেলা করতে পারবে - ট্রাম্প
সোমবার, ৩ এপ্রিল ২০১৭



---

ভোলাবাণী: চীন সহযোগিতা করুক বা না করুক যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি একাই মোকাবেলা করতে পারবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্য ভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন যদি উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা মোকাবেলায় ব্যবস্থা না নেয় তবে আমরাই ব্যবস্থা নেব।’ খবর বিবিসির।

ট্রাম্প বলেছেন, ‘চীন যদি উত্তর কোরিয়ার সমস্যা সমাধান না করে, তাহলে আমরা করবো। আমি আপনাদের যা বলছি সেটাই শেষ কথা।’

সাফাল্য একাই পেতে পারেন এ বিষয়ে তার কোনো ভাবনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘পুরোপুরি।’ অর্থাৎ ট্রাম্প নিজের সাফল্যের বিষয়ে পুরোপুরি আশাবাদী।

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরো জানান, উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। চীনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি উত্তর কোরিয়ার বিষয়ে আমাদের সহযোগিতা করবে নাকি করবে না। যদি তারা সেটা করে তাহলে চীনের জন্য সেটা খুবই ভালো হবে। আর যদি তারা না করে তাহলে এটা কারো জন্যই ভালো হবে না।

তবে উত্তর কোরিয়াকে মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র সে বিষয়ে কোনও ইঙ্গিত দেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

নির্বাচনী প্রচারণার সময় চীন সম্পর্কেও অনেক হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কেও টানপোড়েন দেখা দেয়। তবে শেষ পর্যন্ত বৈঠকে বসতে যাচ্ছেন দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান।

চলতি সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার এ লাগো রিসোর্টে বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন এ দুই নেতা। তাদের এই বৈঠক উত্তর কোরিয়ার জন্য আরো একটি হুশিয়ারি। শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাতের কয়েকদিন আগে উত্তর কোরিয়া ও চীনের ব্যাপারে মন্তব্য করলেন ট্রাম্প।

প্রসঙ্গত, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং উচ্চক্ষমতার রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্চের মাঝামাঝি ও শেষ সময়ে দুটি রকেট ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে দেশটি। রকেট ইঞ্জিন পরীক্ষার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পিয়ংইয়ংকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, উত্তর কোরিয়া যদি দক্ষিণ কোরিয়া বা মার্কিন বাহিনীর হুমকির কারণ হয়ে দাঁড়ায় তবে তাদের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:১১   ২২৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব-ভূবন’র আরও খবর


গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম
ইসরায়েলকে ‘সহায়তা করা’ নিয়ে মুখ খুলল সৌদি
ইসরায়েলে ইরানের হামলা শুরু
যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গোলাগুলি, আহত ৩
মস্কোয় ভয়াবহ হামলায় নিহত বেড়ে ৬০, আইএসের দায় স্বীকার
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আর্কাইভ