রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আসাদুজ্জামান আসাদ মিয়ার জানাজা সম্পন্ন।

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আসাদুজ্জামান আসাদ মিয়ার জানাজা সম্পন্ন।
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১



এম এইচ ফাহাদ।।ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি।।
সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের বোনের জামাতা এবং ভোলা পৌর সভার জননন্দিত মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের বাবা বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা আ’লীগের সহ সভাপতি মরহুম আসাদুজ্জামান আসাদ এর নামজের জানাজা সম্পন্ন। যথাযথ রাষ্টিয় মর্যাদায় ও হাজার মানুষের ঢলে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন বীর মুক্তিযোদ্ধা।

রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা  মরহুম  আসাদুজ্জামান আসাদ মিয়ার জানাজা সম্পন্ন।

আজ মঙ্গলবার ২০ জুলাই বাদ আছর ভোলার যুগির ঘোল কেন্দ্রীয় ঈদ গাঁ জামে মসজিদে হাজার ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আসাদুজ্জামান আসাদ মিয়ার জানাজা সম্পন্ন হয়। এসময় তাকে রাস্ট্রীয় গার্ড অব অনার প্রধান করে মর্যাদায় সন্মান জানানো হয়।উক্ত জানাজায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে বলেন রাজনীতিতে তার ত্যাগের কথা বলে শেষ করা যাবে না। আমি তার বিদায়ী আত্নার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাই এবং আসাদ কে আপনরা ক্ষমা করে দিবেন আমি ও কোরআন পড়ে তার জন্য দোয়া করেছি।

এসময় মরহুমের নামজের জানাজায় উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য নুরন নবী চৌধুরী শাওন, ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাহ, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা আ’লীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম গোলদার, দৌতলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর রহমান সহ ঢাকা দঃ কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর গন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা, জেলা আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তক্রমে মরহুমকে ভোলার পৌর গোরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৭   ১২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ