গত ২৪ ঘন্টায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » গত ২৪ ঘন্টায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১
বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১



ভোলাবাণী করোনা ডেক্সঃকিছুদিন ধরে দেশে সংক্রমণের ভয়ংকর চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি গত এক বছরেও দেখা যায়নি। প্রায় প্রতিদিনই রোগী শনাক্তের সংখ্যা এবং মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে।

গত ২৪ ঘন্টায় আরও ১৯৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬৫১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় দেশে বৃহস্পতিবার (৮ জুলাই) করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন।

**প্রথমবারের মতো করোনায় ২ শতাধিক মৃত্যু

গতকাল বুধবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২০১, যা এ পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবার ১৬৩, সোমবার ১৬৪। আগেরদিন রবিবার ১৫৩। এছাড়া শনিবার মৃতের এই সংখ্যা ছিল ১৩৪। সর্বোচ্চ মৃত্যু আজ রাজধানীতে।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৬ হাজার ৮৫০ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১১ হাজার ৬৫১ জন। শনাক্ত এবং পরীক্ষা দুটোই গতকালের তুলনায় বেশি।

শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। গতকাল, বুধবার শনাক্তের এই হার চিল ৩১.৩২। মঙ্গলবার ৩১.৪৬, সোমবার ২৯.৩০, রবিবার ২৮.৯৯, শনিবার ২৭.৩৯।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ১৫ হাজার ৭৯২ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু : ১৯৯
মোট মৃত্যু: ১৫ হাজার ৭৯২
শনাক্ত : ১১ হাজার ৬৫১
মোট শনাক্ত: ৯ লাখ ৮৯ হাজার ২১৯
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩৬ হাজার ৮৫০
শনাক্তের হার: ৩১.৬২ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৪৫ জন এবং ৪২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১২ জনের মৃত্যু হয়েছে বাসায়।

মৃতদের মধ্যে ৬৫ জন ঢাকার, ৩৭ জন চট্টগ্রাম ১৫ জন রাজশাহীতে। ৫৫ জন খুলনায়, ৫ জন সিলেটে, ৩ জন বরিশালে, রংপুরের ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ১০ জন।

ঢাকা: ৬৫
চট্টগ্রাম: ৩৭
রাজশাহী: ১৫
খুলনা: ৫৫
রংপুর: ৯
বরিশাল: ৩
সিলেট: ৫
ময়মনসিংহ: ১০

গেলো ২৪ ঘণ্টাতেও পুরষের মৃত্যুর হার বেশি।

পুরুষ: ১৩৩
নারী: ৬৬

বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ১০৭ জন ষাটোর্ধ্ব, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ২৮ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ৬ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৯ জনের বয়স এবং ২ জনের বয়স ১১-২০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

আরও দুই থেকে তিন সপ্তাহ মৃত্যু বৃদ্ধির আশঙ্কা আছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। আগামী সপ্তাহের শেষ দিকে লকডাউনের প্রভাব দৃশ্যমান হতে পারে। তবে এখন গ্রামেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সেখানে বিধিনিষেধ সেভাবে কার্যকর হচ্ছে না। ফলে এবারের বিধিনিষেধ বা লকডাউন কতটা ফল বয়ে আনবে, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:১৭   ৬৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মনপুরায় সম্বাব্য প্রার্থীদের অনলাইনে নোমিনেশন পেপার সাবমিট বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত ॥
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ