শশীভূষণে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মঙ্গলবার, ৮ জুন ২০২১



নিজস্ব প্রতিনিধি।।

---ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া জেসমিন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮জুন) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্বামী আবুল কালামের বসত বাড়ির বাগানের কাঠাল গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার হওয়ার পর থেকে ওই গৃহধূর স্বামী আবুল কালাম পলতাক রয়েছে।

নিহতের পরিবার বলছে, পিটিয়ে হত্যার পর গলায় ওড়না জড়িয়ে মৃতদেহ বসত বাড়ির পুকুর পাড়ে কাঠাল গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে পুলিশ বলছে, মরদেহে আঘাতের কোন চিহ্ন মেলেনি। লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে। জেসমিন আবদুল্লাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাহের বেপারীর মেয়ে।

নিহতের নানা মোতাহার হোসেন মাতাব্বর জানান, ১০ মাস আগে এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সামছল হক মাঝির ছেলে আবু কালামের সাথে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে আবু কালম যৌতুকের জন্য জেসমিন ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিল। এই যৌতুক ইস্যু নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া ফ্যাঁসাদ লেগেই ছিল।

সোমবার দিবাগত রাতে স্বামী আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা জেসমিনকে পরিকল্পিত ভাবে হত্যা করে এবং এই হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে রাতের আধারে বসত বাড়ির পুকুর পাড়ের কাঠালগাছে লাশ ঝুলিয়ে রেখে পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

পাড়া প্রতিবেশীর বরাদ দিয়ে শশীভূষণ থানার জ্যেষ্ঠ্য উপ-পরিদর্শক কমলেশ দাস জানান, ঘটনার আগের দিন
সোমবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সূত্র ধরে স্বামী আবু কালাম স্ত্রী জেসমিনকে মারধর করে। তবে এই ঝগড়ার কারণ সম্পর্কে পাড়া প্রতিবেশীরা পুলিশকে নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেননি। সকালে পাড়া প্রতিবেশীদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আবু কালামসহ ওই বাড়ির ৫টি পরিবারের সদস্যরা সবাই পালিয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম জানান, নিহতের দেহে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন জানা যাবে।নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩৭   ৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আর্কাইভ