জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান

প্রথম পাতা » প্রধান সংবাদ » জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান
রবিবার, ২৫ এপ্রিল ২০২১



 আদিল হোসেন তপু।।ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি ॥

করোনা মহামারীর কারণে দেশব্যাপী লকডাউন চলকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও সু¯’ মানুষের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন এক হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।ছবি-আদিল হোসেন তপু

রবিবার (২৫ এপ্রিল) সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়।
খাদ্য উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা সিভিল সার্জেন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার,ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।
খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,সাবান-১ টি, মাস্ক-২ টি করে ১ হাজার জন শ্রমজীবী নারী-পুরুষের হাতে এসব খাদ্য উপহারসামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়।
ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, চলমান লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
আজ প্রথম দফায় ১ হাজার পরিবারকে এ সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক,লঞ্চ শ্রমিক,বেদে সম্প্রদায়,মুচি সম্প্রদায়,হরিজন সম্প্রদায়,তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, সেলুন, গৃহহীন পরিবার প্রমুখ। আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
করোনাকালে এই ধরনের সহায়তা পেয়ে পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তবে তাদের দাবী সহায়তরা পরিমান আরো বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:২৬   ৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ