২০১৭ সালে সরকারি কর্মকর্তাদের ২৩ দিন ছুটির মধ্যে ১০ দিনই ‘নস্ট’

প্রথম পাতা » জাতীয় » ২০১৭ সালে সরকারি কর্মকর্তাদের ২৩ দিন ছুটির মধ্যে ১০ দিনই ‘নস্ট’
শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬



---ভোলা বাণী: বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক আগামী বছর (২০১৭ সালে ) বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকে ২৩ দিন সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের সরকারি ছুটির এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংক কর্মকর্তাদের ২৩ দিন ছুটির মধ্যে ১০ দিনই ‘নস্ট’ হবে। কারণ, বছরের বিভিন্ন উৎসব ও দিবসের ২৩ দিন ছুটির মধ্যে ১০ দিনই পড়েছে শুক্র ও শনিবার। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে ২৩ দিন ছুটির নির্দেশনা রয়েছে তাতে ৬ দিন ছুটি পড়েছে শুক্রবার এবং ৪ দিন ছুটি পড়েছে শনিবার।

বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের জারি করা সার্কুলারে দেখা গেছে, আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে সরকারি ছুটি। কিন্তু সেদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। একইভাবে ১৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে নববর্ষের ছুটি। আবার চাঁদ দেখা সাপেক্ষে ১২ মে শুক্রবার হতে পারে পবিত্র শব-ই-বরাত। পবিত্র শব-ই-কদরের ছুটিও পড়েছে ২৩ জুন শুক্রবার।

আগামী ১ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি হতে পারে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে। একইভাবে ঈদুল আজহার ছুটিও ১ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হতে পারে। যার মানে এই ঈদের তিন দিনের ছুটির মধ্যে দুই দিনই পড়তে পারে শুক্র ও শনিবার। এছাড়া আগামী বছরের দুর্গা পুজার ছুটিও একীভূত হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটিও পড়েছে শনিবারে। এছাড়া ১ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শনিবার ব্যাংক কর্মকর্তাদের ব্যাংক হলিডে।

ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি থাকবে। ১ মে ছুটি থাকবে মে দিবসের। ১০ মে ছুটি থাকবে বুদ্ধ পূর্ণিমার। ঈদুল ফিতরের ছুটি থাকবে ২৫, ২৬ ও ২৭ জুন। শুভ জন্মাষ্টমীর ছুটি ১৪ আগস্ট। পরদিন ১৫ আগস্ট ছুটি থাকবে জাতীয় শোক দিবসের। আশুরার ছুটি ১ অক্টোবর, বড় দিনের ছুটি ২৫ ডিসেম্বর এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর থাকবে ব্যাংক কর্মকর্তাদের ছুটি।

বাংলাদেশ সময়: ১১:১৭:২৩   ১৪৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ