বার নির্বাচনে ১৪ পদে সিল না দিলে ভোট বাতিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » বার নির্বাচনে ১৪ পদে সিল না দিলে ভোট বাতিল
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



বার নির্বাচনে ১৪ পদে সিল না দিলে ভোট বাতিল

ভোলাবাণী : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে আচরণবিধি পালনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন বিধি অনুযায়ী ১৪ পদের প্রার্থীকে ভোট দেয়া বাধ্যতামূলক। অন্যথায় ওই ভোটারের ভোট বাতিল বলে গণ্য হবে।

২০১৭ সালে প্রণীত আচরণবিধি অনুসারে, বুধবার ও বৃহস্পতিবার সমিতির নির্বাচনে তা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সমিতির নির্বাচন কমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান জাগো নিউজকে জানান, সমিতির ১৪ টি পদের দুইজন প্রার্থীর বিপরীতে পছন্দের একজনসহ সব ক’টি পদেই ভোট দিতে হবে। ২০১৭-১৮ সালের নির্বাচনে প্রথম সংশোধনী ২০১৭ অনুযায়ী নতুন এ আচরণবিধি কার্যকর হচ্ছে।‘স্বাধীনতার পর অর্থাৎ ২০০১ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনী আচরণবিধি নতুন আঙ্গিকে প্রণয়ন করা হয়।

জানা যায়, আগে সমিতির নির্বাচনী আচরণবিধিতে এ ধরনের বিষয় থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। এবারই প্রথমবারের মতো তা বাধ্যতামূলক করা হয়েছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন জাগো নিউজক বলেন, ‘কার্যনির্বাহী কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন এ বিধি প্রণয়ন করা হয়েছে। কারণ অনেক সময় দেখা যায়, একজন ভোটার তার পছন্দের কাউকে ভোট দেয়ার পর তিনি আর কোনো প্রার্থীকে ভোট দেন না। সে হিসেবে সমিতির ১৪ পদের বিপরীতে কাউকে ভোট দিলে ওই ব্যালট গণনা করা হবে না। অর্থাৎ ওই ভোটারের ভোট বাতিল বলে গণ্য হবে, বলেন তিনি।

ইউসুফ হোসেন হুমায়ুন আরও বলেন, সকল পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করলে প্রার্থীদের মাঝে কে যোগ্য তা উঠে আসে। তাই আমরা নির্বাচনী আচরণবিধি পালন বাধ্যতামূলক করেছি।সমিতির অর্থ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী জাগো নিউজকে বলেন, নির্বাচনী আচরণবিধি নতুনভাবে প্রণয়ন করা হয়নি। এর আগেও এই আচরিণবিধিই ছিল কিন্তু তা পালন করা হতো না। এবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে নির্বাচনের আগেই আচরণবিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে সকল প্রার্থী ও সদস্যদের নির্বাচনী আইন যথাযথভাবে পালন করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৮   ১৪৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ