জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি- প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি- প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে কৃষি ও শিল্পসহ সবক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদী মাতৃক বাংলাদেশে সুপেয় পানির গুরুত্ব অপরিসীম। ভূ-গর্ভস্থ পানির অত্যাধিক ব্যবহার, লবণাক্ততা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন ও শিল্পায়ন, মারাত্মক পরিবেশ দূষণ, পানি প্রবাহে কৃত্রিম বাধা সৃষ্টি ও জলবায়ু পরিবর্তন সুপেয় পানির উৎসকে ক্রমশ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে জীববৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য কৃষি, শিল্পসহ সবক্ষেত্রে ব্যবহারযোগ্য পানির প্রাপ্যতা জরুরি।

তিনি বলেন, জীবন ও পরিবেশের মৌলিক উপাদান পানি। কৃষি, শিল্প, মৎস্য ও পশু পালন, নৌ-চলাচল, বনায়নসহ জীববৈচিত্র্য পানির ওপর নির্ভরশীল। আমি আশা করি, দিবসটি পালনের মাধ্যমে পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সবার সচেতনতা বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ ‘সোনার বাংলা’গড়ে তুলতে সক্ষম হব।

তিনি আরও বলেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদফতর, যৌথ নদী কমিশন, নদী গবেষণা ইনস্টিটিউট, সিইজিআইএস ও আইডব্লিউএম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাণীতে ‘বিশ্ব পানি দিবস ২০১৭’এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২:৩৪:১৯   ১৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ