বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী : ফেসবুকে সরকার বিরোধী লেখা পোস্ট করার অভিযোগে ভোলার বোরহানউদ্দিনের টবগী ইউনিয়ন থেকে রবিবার দুপুর ১টায় মোঃ বেল্লাল হোসেন (৩৫) নামে এক মসজিদের ঈমামকে আটক করেছে পুলিশ।
তিনি তজুমদ্দিনের শম্ভুপুর উপজেলার ইন্দ্র নারায়নপুর গ্রামের আবদুল মতলব হাওলাদারের ছেলে। বেল্লাল হোসেন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা জামে মসজিদের ঈমাম বলে জানান বোরহানউদ্দিন থানার ওসি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মো.বেল্লাল হোসেন ফেসবুকে দির্ঘদিন ধরে সরকার বিরোধী লেখা পোস্ট করে আসছিল। এর ধারাবাহিকতায় গত শনিবার তিনি ভোলার দুই সংসদের ছবিতে ককুক্তি করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বোরহানউদ্দিনের টবগী ইউনিয়ন থেকে পুলিশ বেল্লাল হোসেনকে আটক করে।
এসময় বেল্লাল নিজেকে পশ্চিম ইলিশা জামে মসজিদের ঈমাম বলে পরিচয় দেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০:৫৪:১৪ ১৫৪ বার পঠিত |