বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলাবাণী : আমার এমপি ডট কমের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়মূলক কর্মকা- সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী দুই বছরে তাদের কর্মপরিকল্পনার সম্পর্কেও।
আমার এমপি ডট কমের মাধ্যমে এসকল প্রশ্নের জবাব দিচ্ছেন ভোলা-২ আসনের তরুন সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের করা দু’টি প্রশ্নের ইতিমধ্যে উত্তর দিয়েছেন তিনি আমার এমপি ডট কমের মাধ্যমে।
এমপি আলী আজমের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করছেন এমপি ডট কমের এম্বাসেডর শফিকুল গণি আসিফ।
বাংলাদেশ সময়: ১২:২৪:০৫ ২৩৪ বার পঠিত |