সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০



আদিল হোসেন তপু।।ভোলা বাণী।।বিশেষ প্রতিনিধি ॥
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং বিচার দাবীতে

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের  প্রতিবাদে ভোলায় মানববন্ধন  কর্মসূচী পালিত হয়েছে।।মানববন্ধনের একাংশ।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১২টায় ভোলা সচেতন নাগরিক পরিষদের আয়োজনে শহরের কে-জাহান মার্কেট সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে শহরের বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সভাপতি এডভোকেট নুরুন্নবীর সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, ভোলা সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলি, এডভোকেট মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, এনসিটিএফের সভাপতি জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।

এসময় এনসিটিএফ, নারীপক্ষ, কোস্ট ট্রাস্ট, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ভোলা জলবায়ূ ফোরাম, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম, হেল্প এন্ড কেয়ার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, ছাত্রলীগ এই মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে।
এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। সমাজের মানুষ রুপি কিছু জানোয়ার প্রতিনিয়ত ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘাটিয়ে যাচ্ছে। এসব হায়নারা দেশকে কলঙ্কিত করার জন্য, দেশের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য এই লজ্জাজনক ঘটনা ঘাটিয়ে যাচ্ছে। এসব ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় যদি দ্রুত বিচার হতো তাহলে আর এরকম ঘটনার পুনারাবৃত্তি হতো না। তাই সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি এসব লম্পটদেরকে গ্রেফতার করে দ্রুত বিচার করে কঠোর শাস্তি দেওয়া হোক। তাই এই সামাজিক অপরাধ থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ধর্ষকদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২২:১০:০৬   ১৩১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ