আবারও টালিগঞ্জের চলচ্চিত্রে সাবা

প্রথম পাতা » ফটোগ্যালারী » আবারও টালিগঞ্জের চলচ্চিত্রে সাবা
শুক্রবার, ১০ মার্চ ২০১৭



---

ভোলাবাণী : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। গেল বছর অয়ন চক্রবর্তীর `ষড়রিপু` ছবি দিয়ে তিনি কলকাতার ছবিতে কাজ করেছিলেন। আবারও এই অভিনেত্রীকে দেখা যাবে টালিগঞ্জের চলচ্চিত্রে।

টলিউডের নন্দিত নির্মাতা হরনাথ চক্রবর্তীর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন সাবা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালিন দুই বাংলার দুই পরিবারের মধ্যে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘এপার ওপার’ নামের একটি বিশেষ চলচ্চিত্র। যার প্রধান নারী চরিত্রে পাওয়া যাবে সোহানা সাবাকে। নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তার বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ভারতের জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগা বিদেশিনী’র নায়ক সৌরভ চট্টপাধ্যায়ের।

সাবা জানান, আগামী সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হচ্ছে। এটি একটি সামাজিক-রাজনৈতিক ও মানবিক গল্পের চলচ্চিত্র বলে তিনি জানান।

সাবা বলেন, হরনাথ চক্রবর্তী অনেক বিখ্যাত একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করা মানে স্বপ্নটাকে ছোঁয়ার মতোই। সেসঙ্গে ছবিটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকেন্দ্রিক একটি সত্য ঘটনা অবলম্বনে। আমি খুব খুশি। আশা করছি এটি আমার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

সাবা আরও বলেন, এ বছর আমি টলিউডের আরও কয়েকটি ছবির সঙ্গে যুক্ত হচ্ছি। চূড়ান্ত হলেই জানাবো। তবে তার আগে ‘এপার ওপার’র কাজে মন দিতে চাই।

 

‘এপার ওপার’ ছবিটির সংগীত পরিচালনা করছেন দেবজ্যোতি মিশ্র। আর এটি নির্মিত হচ্ছে এএনএম গ্লোবাল ফিল্মস`র ব্যানারে। ছবিটি প্রযোজনার সঙ্গে জড়িত রয়েছে বাংলাদেশের ব্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:২৭   ৪১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফটোগ্যালারী’র আরও খবর


এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাসসুম
প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষেকর্মস্থলে ফিরছে মানুষ, ইলিশা ঘাটে যাত্রীদের চাপ
ঘনিষ্ঠ দৃশ্য করতে গিয়ে বিপাকে বিপাশা
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
ভোলায় ঈদ উপলক্ষে আকতার হোসেনের ২ হাজার দরিদ্র ও বঞ্চিত মানুষকে সহায়তা প্রদান
ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায়ভোলায় ঈদে যাত্রীদের ভোগান্তি লাগবে পুলিশের ফ্রি বাস সার্ভিস

আর্কাইভ