বোরহানউদ্দিন সংবাদদাতা, ভোলাবাণী : ভোলা বোরহানউদ্দিনে ৭৫ পিচ ইয়াবা সহ দুই যুবকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাচিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের সাবেক রেলওয়ের কর্মচারী আবি আব্দুল্লাহ মুন্সির ছেলে মো. বাবলু (৩৫) দীর্ঘদিন যাবৎ ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন অবৈধ মাদকের ব্যবসা করে আসছে।
পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে পারেনি।
অবশেষে কৌশলে ফাঁদ পেতে পুলিশ ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী মো: বাবলু এর বাড়ীতে ইয়াবা কেনার জন্য গেলে বাবলু ইয়াবা নিয়ে অপর সঙ্গী আনিছুর রহমান (৩২) সহ ইয়াবা দিতে আসলে তাদের গ্রেফতার করা হয়।
আনিছুর রহমানের বাড়ী চট্টগ্রামের চান্দনাইশ থানার ধোপাছড়ি গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ চট্টগাম থেকে ইয়াবা এনে বাবলুর বাড়িতে অবস্থান করে ব্যবসা করে আসছে।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ (ভারপ্রাপ্ত) অসীম কুমার সিকদার বলেন, অটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-৯/খ ধারায় অভিযুক্ত করে মালালা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১১/১৭।
মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলেও ভোলাবানীকে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৩ ২২২ বার পঠিত |