নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » জাতীয় » নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০



ভোলাবাণী ডেক্সঃ নির্বাচনি প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটুকু হয়েছে, সে বিষয়ে নজর রাখতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী জানান, টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা নতুন করে নির্মাণ করা হবে। এছাড়া ঢাকা মেডিকেলে যাতে একসঙ্গে ৫ হাজার রোগীর চিকিৎসা হয় সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর বুধবার বসে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে, বৈঠকে যোগ দেন দলের ৩৩ জন সম্পাদক।বৈঠকের শেষদিকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি।

দীর্ঘদিন পর সম্পাদকমণ্ডলীর বৈঠক হওয়ায় নানা নির্দেশনা দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সহযোগী সংগঠনসহ বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদের পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নজর রাখারও নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা, বন্যা, ঘূর্ণিঝড় মোকাবিলা করেও উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের আরও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।

সামনে উপনির্বাচনগুলোতে নৌকার প্রার্থীদের জয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

এছাড়া করোনা এবং বন্যার সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতা-কর্মীদের ধন্যবাদও জানান শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৭:১২:০৯   ১৪১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
ইলিশা লঞ্চঘাট থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

আর্কাইভ