শশীভূষনে ৬৫বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের।

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষনে ৬৫বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের।
রবিবার, ৩০ আগস্ট ২০২০



ভোলাবাণী।।চরফ্যাশন অফিস।।

চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬৫বছর বয়সের এক বৃদ্ধের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার ১৮দিন পর গত ২৮ আগস্ট শিশুটির মা বাদী হয়ে শশীভূষণ থানায় মামলাটি দায়ের করেন।
অভিযোগ উঠেছে, শষ্য ক্ষেত নষ্ট করার প্রতিবাদ করার জের ধরে ৬৫বছরের বৃদ্ধকে ঘায়েল করতে শিশু কন্যাকে ব্যবহার করে বৃদ্ধের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। গত ১০ আগস্ট হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের’ আধুনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের তরকারীর খামারে এই ঘটনা ঘটেছে বলে বাদী দাবী করলেও ঘটনার ১৮দিন পর মামলা দায়েরের ঘটনায় জনমনে এনিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

শশীভূষনে ৬৫বছরের বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে মামলা দায়ের।

ভিক্টিমের মা এজাহারে দাবী করেছেন, তার মেয়ে স্থানীয় আধুনিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। ১০আগস্ট সকালে ওই বিদ্যালয় মাঠে খেলারত শিশু কন্যাকে ১০টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী তরকারির খামারে নিয়ে প্রতিবেশি সামছল হক(৬৫) যৌন নিপিড়ন করেন। শিশুটির চিৎকারে শিশুর নানী ছুটে এলে বৃদ্ধা সামছল হক পালিয়ে যান।এদিকে মামলায় অভিযুক্ত সামছল হক’র ছেলে রোমান লিখিত অভিযোগে দাবী করেন, প্রতিবেশি নুরুল হকের ৮বছর বয়সী শিশু কন্যাসহ কয়েক জন ছেলে মেয়ে প্রতিদিন সামছল হকের খামারটিতে ঢুকে শষ্য গাছের ক্ষতি করে আসছে। ১০ আগষ্ট ঘটনার দিন শিশুটি তার সঙ্গে কয়েক জন ছেলে মেয়ে নিয়ে খামারে ঢুকলে তার পিতা সামছল হক তাদেরকে গালমন্দ করেন এবং ক্ষেতে ঢুকতে নিষেধ করেন। বাড়ি গিয়ে একথা শিশুটি তার অভিভাবকদের জানালে তারা ক্ষিপ্ত হন এবং তার পিতাকে উচিত শিক্ষা দেয়ার হুমকি দেন। ওই ঘটনার জের ধরে ১৮দিন পর গত ২৮আগস্ট শিশু কন্যাকে যৌন নিপিড়নের অভিযোগ এনে তার পিতা সামছল হকের বিরুদ্ধে শশীভূষণ থানায় ষড়যন্ত্রমুলক মামলাটি করেছেন।
শশীভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, বাদিনীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছে। পরবর্তী তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:২৭   ২৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ