মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবি, ৩ ঘন্টা পর নিখোঁজ ১৮ জেলে উদ্ধার।

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবি, ৩ ঘন্টা পর নিখোঁজ ১৮ জেলে উদ্ধার।
বুধবার, ৫ আগস্ট ২০২০



ভোলা বাণী।।প্রতিনিধি ॥
ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে পড়ে গিয়াস উদ্দিন সুকানি ও দুলাল মাঝির ট্রলার ডুবে যায়। এতে ওই দুই ট্রলারে থাকা ১৮ জেলে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পর উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলার দুইটি উদ্ধার করা যায়নি বলে নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন সুকানির আড়তদার ছাত্তার বেপারী ও দুলাল মাঝি।

 

মেঘনায় মাছ ধরার ট্রলার ডুবি, ৩ ঘন্টা পর নিখোঁজ ১৮ জেলে উদ্ধার।

বুধবার বেলা ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ তালতলা মৎস্য ঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, শাহিন, মিজান, ইয়াছিন, মনির, ফারুক, জামাল, রিয়াজ, সবুজ ও গিয়াস উদ্দিন সুকানি, দুলাল মাঝি, সেলিম, হারিছ উদ্দিন, রুহুল আমিন, আল-আমিন, কামাল, নুরউদ্দিন, মনু ও জামাল। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ডুবে যাওয়া ট্রলারের আড়তদার ছাত্তার বেপারী জানান, মেঘনায় ইলিশ শিকারে সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের নিচের তলা ফেঁটে ট্রলারটি ডুবে যায়। ট্রলার সহ জেলেদের উদ্ধারে কামাল ও স্বপন মাঝির দুইটি ট্রলার মেঘনায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ছাত্তার বেপারীর আড়তের গিয়াসউদ্দিন সুকানির ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রলার ডুবির ঘটনা শুনেছি। জেলেদের উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৫৯   ৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ