শশীভূষণে জমি নিয়ে বিরোধ হামলায় দুই নারীসহ আহত- ৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে জমি নিয়ে বিরোধ হামলায় দুই নারীসহ আহত- ৫
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০



---চরফ্যাসন অফিস,ভোলা বানী ॥
চরফ্যাসনের রসুলপুর ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই নারীসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলেরহাট এলাকায় এঘটনা ঘটে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের সুত্রে জানা গেছে। আহতরা হলেন, রফিকুল ইসলাম (৭২), সাহিদা বেগম(৫০) ,হুমায়ুন কবির(২৫), শাকিল (২১), হনুফা বেগম (৫৫)
চরফ্যাসন হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল ইসলাম বলেন, রসুলপুর মৌজায় স্থানীয় জলিল বেপারীর কাছ থেকে তিনি ১৯৯৯ সনে ১১২ শতাংশ ও ২০০৫ সনে ৪০ শতাংশ জমি খরিদ করে ভোগ দখলে আছি। সম্প্রতি সময়ে ওই জমি সরকারী খাস খতিয়ানের অন্তভুক্ত হলে আমি আমার নামে এবং আমার স্ত্রী সাহিদার নামে দেড় একর জমি ২০১৬ সনে  পুর্নরায় বন্ধবস্ত নেই।  প্রতিবেশী পারভেজগংরা পার্শবতী খলিল ঘরামীর জমিসহ আমাদের দখলীয় ওই দেড় একর জমি জাল জালিয়াতি করে তার নামে বন্ধবস্ত নেন। এঘটনায় নির্বাহী আদালতে একটি মামলা চলমান আছে। সোমবার সকালে পারভেজগংরা আমাদের দখলীয়  ওই জমিতে জোর করে কাজ করতে গেলে আমারা বাধা দেই এতে পারভেজগংরা ক্ষিপ্ত হয়ে আমাদেরকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
অভিযুক্ত পারভেজ জানান, আমার পুর্ব ওয়ারিশদের ওই জমি আমারা ভোগদখল করছি। রফিকুল ইসলাম ওই জমি দখলের পায়তারা করছেন। তাদের ওপর হামলার বিষয়টি সঠিক নয়।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এঘটনায় কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:৫৫:৪৭   ৬৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ