ভোলা বাণী : ভোলার ২ ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য়, ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ১ লা ডিসেম্বর থেক শুরু হচ্ছে। ৩য় ও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ১ লা ডিসেম্বর রোজ বৃহস্পতিবার থেকে ১২ ডিসেম্বর সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ করতে gsa.teletalk.com.bd ওয়েব পেজ ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। আবেদন ফরম পূরন সাপেক্ষে টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত হারে আবদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দুই বিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব ও ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার পাল জানান, তৃতীয় শ্রেনিতে ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০.০০ থেকে ১১.০০ টা পর্যন্ত ১ ঘন্টায় ও ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি পরীক্ষা একই দিন সকাল ১০.০০ থেকে ১২.০০ টা পর্যন্ত ২ ঘন্টায় অনুষ্ঠিত হয় । তৃতীয় শ্রেনির পরীক্ষার পূর্ণমান ৫০ ও ৬ষ্ঠ শ্রেনির পরীক্ষার পূর্ণমান ১০০। তবে, ৯ম শ্রেনীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জেএসসি’র ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ৯:৪০:২৯ ৬৬০ বার পঠিত |