ভোলায় জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬



---আদিল হোসেন তপু: ভোলা বাণী:ভোলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছে। বুধবার দুপুরে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাং সেলিম উদ্দিনের কাছে সর্ব প্রথম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগেরে সাধরণ সম্পাদব আবদুল মমিন টুলু।

এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন। ভোলা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটে কমান্ডার শফিকুল ইসলাম ,ভাইসচেয়ারম্যান মো: ইউনুস সহ দলের শীর্ষ স্থানীয় নেতৃবিন্দ।

এছড়া আওয়ামী লীগ মনোনিত সদস্য পদেও প্রার্থীরা পৃথক ভাবে জেলা নির্বাচন অফিসে

তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। । এছাড়া ভোলা সদরে ৩টি ইউনিটে সদস্য পদে দোস্ত মাহমুদ, বিশিষ্ট ব্যাবসায়ী মো. ইউসুফ, নজরল ইসলাম গোলদার এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে অধ্যক্ষ শাফিয়া খাতুনকে মনোনয়ন দেয়া হয়।

দৌলতখান উপজেলায় ২টি ইউনিটে সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম ও খায়রুল হাসান খোকন ,বোরহানউদ্দিন উপজেলার ২টি ইউনিটে শাহাজাদ তালুকদার ও নিরব হাওলাদার। বোরহানউদ্দিন ও দৌলতখানে সংরক্ষিত মহিলা সদস্য পদে ফাতেমা খাইরুন নেছা ঝুমুকে মনোনয়ন দেয়া হয়েছে।

লালমোহন উপজেলার ২টি ইউনিটে মনির হাওলাদার ও মাকসুদ হাওলাদার, তজুমদ্দিনের একটি ইউনিটে ওবায়েদুল্যাহ নাসিম এবং লালমোহন থেকে সংরক্ষিত সাবিনা ইয়াসমিন।

চরফ্যাশনের ৪টি ইউনিটে নুরুল ইসলাম ভিপি, সাহাবুদ্দিন, আহাম্মদ উল্ল্যাাহ, আ. রব হাওলাদার। উপজেলা থেকে মহিলা সদস্য পদে দিলারা বেগম । মনপুরা ১ টি ইউনিটে মোহাম্মদ শাহজাহান। এবং মহিলা সদস্য কামরুল নাহার কে দল থেকে মনোনয়ন দেয়া হয়। জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার এর শেষ দিন ১১ ডিসেম্বর। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে।

এ জেলায় ৬৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর, ৫ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এবং ৭ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ভোটার সংখ্যা ৯’শ ৬১ জন। সাধারণ জনগণের ভোটে নয়, নির্বাচক মন্ডলীর ভোটে জেলা পরিষদের প্রশাসক, ১৫ সাধারণ সদস্য ও পাঁচজন মহিলা সদস্য নির্বাচিত হবেন।

এর আগে শহরের বাংলা স্কুল মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে এক দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ৯:২৬:৫০   ২৯৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ