শশীভূষন বাজার হাই স্কুল সড়কটির বেহাল দশা। যেন দেখার কেউ নেই।।

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষন বাজার হাই স্কুল সড়কটির বেহাল দশা। যেন দেখার কেউ নেই।।
মঙ্গলবার, ১৬ জুন ২০২০



এ,আর, রাসেল।।ভোলা বাণী।। শশীভূষন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষন বাজার সংলগ্ন হাই স্কুল সড়কটি বর্তমানে বেহালদশায় পরিনত হয়েছে।এতে নানামুখি সমস্যার সম্মুখীন হতে হয় শশীভূষন বাজার ব্যবসায়ী,পথচারী, স্কুল, কলেজ,মাদ্রাসা পড়ুয়া বিভিন্ন শিক্ষা্র্থী সহ সাধারণ মানুষের।

রাস্তার ভালো পরিস্থিতি না থাকার কারণে ভোগান্তিতে পরতে হয় চালক ও যাএীদের।

নানা খালা খন্দকের কারনে মটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন পল্টি খেয়ে পরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, মাটিতে গাড়ির চাকা তলিয়ে যায়।
গাড়ির চাকার পিছনে থাকা যাএীবাহী গাড়ি ও রোগী বহনকারী এম্বুলেন্স সঠিক সময়ে যেতে পারেনা তাদের গন্তব্য স্থানে।
ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।

একজন ড্রাইভার জানান, কাদা মাটির কারনে গাড়ির চাকা চলার গতি কমে যায়, এতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় চালক ও যাত্রীদের জীবন বিপদের মুখে। তাই শশীভূষন বাজার টু আট কপাট বাজার পর্যন্ত এই সড়কটির বড় বড় গর্ত গুলো ভরাট করে বিভিন্ন যান চলাচল যেন নি্র্বিঘ্নে করা যায় তার জোর দাবি জানান সাধারণ মানুষ ও বিভিন্ন পরিবহনের চালকেরা

শশীভূষন বাজার হাই স্কুল সড়কটির বেহাল দশা। যেন দেখার কেউ নেই।।

।স্থানীয় লোকজন জানায়,শশীভূষন বাজার টু আট কপাট বাজার এই সড়ক টি একটি দুর্ঘটনার হুমকির মুখে।এর কবলে পড়তে পারি আমি এবং আপনি নিজেও তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানাতে চাই? অতি দ্রুত যেনো মেরামতের কাজ সম্পন্ন করা হয় ।

বাংলাদেশ সময়: ২২:২৩:৪০   ৫২৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ