ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স

প্রথম পাতা » খেলাধূলা » ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স
বুধবার, ৩০ নভেম্বর ২০১৬



---

ভোলা বাণী:: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স। ৪২ রানের বড় ব্যবধানে পরাস্ত হয়েছে রংপুর। অথচ টুর্নামেন্টের শুরুর দিকে দারুণ চমক দেখিয়েছিল দলটি। তাই এদিন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন দলের অন্যতম সেরা ওপেনার মেহেদী মারুফ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মারুফ বলেন, প্রত্যেকটা ম্যাচই আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ আমরা দেখছি যে, সব দলই একদিন জিতলে পরের দিন হারছে। তাই কাউকে হালকাভাবে নেইনি। তবে আজকে আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম।১০ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস। ফলে শেষ চার নিশ্চিত করেছে দলটি। তার পরেও শেষ দুই ম্যাচ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে তারা। প্রথম স্থানে থেকেই লিগ পর্ব শেষ করতে চায় দলটি।

এখানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই ফল বদলে যাচ্ছে। আমরা এখন শীর্ষে আছি তবে আরও দুটি ম্যাচ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এক নম্বরে থেকে পরের রাউন্ডে যাওয়া। যাতে আমরা সর্বোচ্চ সুযোগ পাই ফাইনাল খেলতে। কারণ এক-দুই হলে একটা সুযোগ বেশি থাকে।

উল্লেখ্য, আগামী শুক্রবার চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা। এরপর বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে রোববার মুখোমুখি হবে দলটি।

বাংলাদেশ সময়: ১৮:১২:০৬   ১৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ