ভোলায় করোনার প্রভাবে চালের বাজার অস্থিতিশীল

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় করোনার প্রভাবে চালের বাজার অস্থিতিশীল
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০



---স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।।করোনার প্রভাবে ভোলায় চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম কেজি প্রতি ২ থেকে ১০টাকা বৃদ্ধি করে দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অধিক মুনাফাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (১৮মার্চ) বিকালে ভোলার খালপাড় সড়কের দুটি পাইকারী দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজোয়ানা চৌধুরী, মোঃ শামিম মিয়া উপস্থিত ছিলেন।
ভোলার চালের বাজার ঘুরে দেখা গেছে, চালের দাম অনেকটা বেড়ে গেছে। গত সপ্তাহে পাইকারী বাজারে স্বর্ণা চাল ছিলো প্রতি কেজি ৩৪টাকা, গতকাল সেই চালের দাম বেড়ে হয়েছে ৪০ টাকা, আটাশ ছিলো কেজি প্রতি ৪০ টাকা, এখন ৪৫টাকা, মিনিকেট ৪৮টাকা, এখন ৫০ টাকা, স্বর্ণা মজুমদার বস্তা প্রতি গত সপ্তাহে ছিলো ১৩০৫০ টাকা, এখন ২২০০টাকা বেড়েছে। এছাড়াও অন্যান্য আফজাল, মিনিকেট, কবুতর, মই, নুরজাহান, বগ, রশি স্বর্ণা চালের দাম বেড়েছে।
চাল ব্যবসায়ীরা জানিয়েছে, হঠাৎ করে লবণের মতো মানুষ চাল কেনার হিড়িকে পড়েছে। সবাই ৪/৫ মন করে চাল কিনতে বাজারে এসে পড়েছে। এতে আড়ৎদাররা হিমসিম খাচ্ছে। তবে বাজারে পর্যাপ্ত চাল রয়েছে বলে তারা জানিয়েছে।
এদিকে, খাদ্যমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে বর্তমানে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্যের যথেষ্ট মজুদ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০০:২৮   ২৫৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ