ভোলা জেলা পরিষদের প্রশাসক পদে আব্দুল মমিন টুল আ’লীগের প্রার্থী

প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন » ভোলা জেলা পরিষদের প্রশাসক পদে আব্দুল মমিন টুল আ’লীগের প্রার্থী
রবিবার, ২৭ নভেম্বর ২০১৬



---নিজস্ব সংবাদাতা : সকল জল্পন কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের পুনরায় প্রার্থী হলেন ভোলা জেলা পরিষদের নির্বাচনে প্রশাসক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। এর মাধ্যমে জেলা পরিষদ প্রশাসক হিসাবে তিনি ২য় বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন বলে মনে করেন ভোলার সুশীল সমাজ। গত শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল-সমর্থিত ৬১ জেলার চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ভোলা জেলা চেয়ারম্যান পদে আব্দুল মমিন টুলুর নাম ঘোষণা করেন। হাই কমান্ডের ঘোষণার ফলে বর্তমানে ভোলা জেলা আ’লীগের তৃনুমল পর্যায়ের নেতৃবৃন্দর মাঝে এখন সস্থির নিঃশাস বইছে।

গত ২২ নভেম্বর ভোলা জেলা আ’লীগের বর্ধিত সভায় ভোলা জেলার ৪ টি আসনের এমপির সমর্থন ও জেলা আ’লীগের সমর্থন নিয়ে কেন্দ্রে আব্দুল মমিন টুলুর নাম প্রস্তাব পাঠান হয়। এর পর ভোলা শহরে জেলা পরিষদ এর প্রশাসক এর পদ নিয়ে চলে নানা জল্পনা কল্পনা। কে আসছে এই পদে। নতুন না পুরাতোন এই নিয়ে চলে আলোচনা। তবে আ’লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা প্রশাসক হিসাবে আব্দুল মমিন টুলুর গত ৫ বছরের কাজের মুল্যায়ন ও দলের প্রতি ত্যাগের কথা এবং নিষ্ঠার কথা চিন্তা করেই প্রার্থী হিসাবে তার নাম মনোনয়ন পেতে সহায়তা করেছে । এর মাধ্যমে অনেকেই মনে করছে জেলা পরিষদ প্রশাসক পদে যোগ্য প্রার্থী দিয়েছেন আওয়ামীলীগ।

এদিকে দল থেকে মনোনয়ন পাওয়া অন্য পদে প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। এছাড়া ভোলা সদরে ৩টি ইউনিটে সদস্য পদে দোস্ত মাহমুদ, বিশিষ্ট ব্যাবসায়ী মো. ইউসুফ, নজরুল ইসলাম গোলদার এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে অধ্যক্ষ শাফিয়া খাতুনকে মনোনয়ন দেয়া হয়।

দৌলতখান উপজেলায় ২টি ইউনিটে সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম ও খায়রুল হাসান খোকন

বোরহানউদ্দিন উপজেলার ২টি ইউনিটে শাহাজাদ তালুকদার ও নিরব হাওলাদার। বোরহানউদ্দিন ও দৌলতখানে সংরক্ষিত মহিলা সদস্য পদে ফাতেমা খাইরুন নেছা ঝুমুকে মনোনয়ন দেয়া হয়েছে।

লালমোহন উপজেলার ২টি ইউনিটে মনির হাওলাদার ও মাকসুদ হাওলাদার ও সংরক্ষিত পদে সাবিনা ইয়াসমিন। তজুমদ্দিনের একটি ইউনিটে ওবায়েদুল্যাহ নাসিম । চরফ্যাশনের ৪টি ইউনিটে নুরুল ইসলাম ভিপি, সাহাবুদ্দিন, আহাম্মদ উল্ল্যাাহ, আঃ রব হাওলাদার সংরক্ষিত সদস্য পদে দিলারা বেগম । মনপুরা ১ টি ইউনিটে মোহাম্মদ শাহজাহান ও সদস্য কামরুল নাহার কে দল থেকে মনোনয়ন দেয়া হয়।

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর। যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহার এর শেষ দিন ১১ ডিসেম্বর। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হবে।

এ জেলায় ৬৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরিক্ষত মহিলা মেম্বার, ৫ টি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এবং ৭ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ মোট ৯’শ ৬১ জন ভোটার রয়েছেন। সাধারণ জনগণের ভোটে নয়, নির্বাচক মন্ডলীর ভোটে জেলা পরিষদের প্রশাসক, ১৫ সাধারণ সদস্য ও পাঁচজন মহিলা সদস্য নির্বাচিত হবেন।

বাংলাদেশ সময়: ২০:৩২:১৪   ২৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশেষ প্রতিবেদন’র আরও খবর


দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়’
টাঙ্গাইল শাড়ি চিনবেন কীভাবে
ভোলায় চলছে জাটকা নিধন ॥ ইলিশের উৎপাদন নিয়ে শঙ্কা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলার বন্ধন হেলথ কেয়ার চালু করল অনলাইন নার্সিং হোম সার্ভিস
দুই গ্রুপের দ্বন্দ্বে স্কুল উধাওচরফ্যাশনে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান
পরিবারিক ভ্রমণের জন্য ৪ টিপস
তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট।
ভোলায় আরো ৫ কূপ খননের পরিকল্পনাদেশর ২৯তম গ্যাস ক্ষেত্রর মর্যাদা পেয়েছে ইলিশা-১ কূপ।

আর্কাইভ