ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০



---বিশেষ প্রতিনিধি ॥ভোলাবাণী ॥

“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”

এই শ্লোগানকে সামনে রেখে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার ২০২০ তারিখ সকাল ১১ টার সময় ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক গোলক মজুমদার এর সভাপতিত্বে ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক কেক কাটার মধ্যে দিয়ে ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। পরে প্রধান অথিতির বক্তব্যে মিঃ সিদ্দিক বলেন, মাদকের ছোবলে দেশের যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষদের ধ্বংসের দিকে ধাবিত করছে। এটিকে শুধুমাত্র আইনের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়। সামাজিক সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে সমুদ্র ও নদী পথে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার হচ্ছে। মাদক ব্যাবসায় জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাংবাদিকদের ভূমিকা উল্লেখযোগ্য। এসব মাদকের সাথে ছাত্রদের পাশা-পাশি শিক্ষক সমাজও জড়িয়ে পড়ছে। অভিভাবকগণ তাদের সন্তানদের এ+ পেতেই বেশি আগ্রহী কিন্তু সন্তানরা যে মাদকে জড়িয়ে পড়ছে সেদিকে তাদের কোন নজরদারি নেই। এ বিষয়ে পরিবার ও শিক্ষদের সচেতন হয়ে মাদক নেশার ছোবল থেকে ছাত্রও যুবসমাজকে রক্ষা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ অথিতির বক্তব্যে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ভোলা জেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসটি আমি চিনিনা। আমাদের সাথে তাদের ব্যাপক সমন্নয়ের অভাব রয়েছে। যদি আমরা সকলে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি তাহলে অবশ্যই মাদকের ছোবল থেকে সকল কে রক্ষা করা সম্ভব হবে। তাছাড়া বর্তমান সরকার মাদক নিমূলে নতুন যে আইন করেছেন, তার মাধ্যমে মাদক সংশ্লিষ্ট সকলকে এ আইনের আওতায় আনা যাবে। এসময় আরো বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, বাসস’র ষ্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১৯   ১২৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ