চরফ্যাশনে দু’পক্ষের সংর্ঘষে অন্তঃসত্বা নারীসহ আহত -১৩

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে দু’পক্ষের সংর্ঘষে অন্তঃসত্বা নারীসহ আহত -১৩
রবিবার, ৬ অক্টোবর ২০১৯



---মিজান নয়ন, চরফ্যাশন অফিস, ভোলা বানী॥

চরফ্যাশনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের চরনুরুল আমিন গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে  দু’ পক্ষের ৭ নারীসহ ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে অন্তঃসত্বা এক নারী রয়েছে। শনিবার সকালে নুরুল আমিন গ্রামে বিরোধীয় জমিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন।  এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহতদের পরিবার সুত্রে  জানাগেছে।

আহতরা হলেন, আবদুল আলিম(৩০) তার ভাই  জাহাঙ্গীর(৪৫) ও মমিন(২৫), ভাতিজি তাসলিমা(২০) ভাবী রাজিয়া(৪৫) ও ফেরদাউস(২০)।

এছাড়া অপর পক্ষের আহতরা হলেন-আবু কালাম(৪০), আবু তাহের(৬০), আবু ছায়েদ (৭০), মনোয়ারা(৩৫), জাহানারা(৪০), নাগিস(৪৫), সলেমা খাতুন(৫০)। আহতদের মধ্যে আব্দুল আলীম,জাহাঙ্গীর ও তাছলিমার অবস্থার গুরুতর বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, চর নুরুল আমিন মৌজার ৬৪ শতাংশ জমির বিরোধ নিয়ে উভয় পক্ষ জমির মালিকানা দাবী করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’ পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

আহত আবদুল আলীমের ভাই নুর নবী বলেন, ক্রয় সুত্রে এই জমির মালিক আমার মা আনোয়ারা বেগম। দীর্ঘ ২৫বছর যাবত আমরা জমি ভোগ দখলে ছিলাম। আমরা পুরুষরা বাড়ি না থাকার সুযোগে প্রতিপক্ষ আবু তাহের সর্দার পক্ষের লোকেরা গত তিন মাস পুর্বে ওই জমি জোড়পুর্বক অন্যায় ভাবে তাদের দখলে নেয়।

সকালে প্রতিপক্ষ আবু তাহের সর্দারগংরা আমার ভাই আব্দুল আলিমকে চাপাতি দিয়ে কুপিয়ে আহতের  খবরে তাকে রক্ষার্থে ঘটনাস্থলে গেলে আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

প্রতিপক্ষের আবু তাহের সর্দার বলেন, আবদুল আলীম গংদের দখল থেকে গত দেড় বছর আগে আমরা উক্ত জমি দখলে নেই। তারা আমাদের বসত ঘর ভাঙ্গতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, বিরোধীয় জমি নিয়ে মামলা রয়েছে। তবে আজকের ঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ০:০৮:১০   ৩৯৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ