ব‌রিশালে ট্রা‌ফিক সার্জে‌ন্ট যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » ব‌রিশালে ট্রা‌ফিক সার্জে‌ন্ট যমুনা গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯



---ভোলাবাণী বিভাগীয়ঃ

ব‌রিশাল মেট্রোপলিটন পু‌লিশের ট্রা‌ফিক সার্জে‌ন্ট গোলাম কিবরিয়া যমুনা গ্রুপের একটি কাভার্ড ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছে। তাকে গুরুরত অবস্থায় ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়েছে। তাছাড়া ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে পু‌লিশ।

আজ সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ট্রাফিক কনস্টেবল মামুন জানান, সার্জেন্ট গোলাম কিব‌রিয়া বিশ্ব‌বিদ্যালয় সংলগ্ন জিড়ো পয়ে‌ন্ট এলাকায় পেশাগত দা‌য়িত্ব পালন কর‌ছিলেন। এসময় যমুনা গ্রুপের এক‌টি কাভার্ট ভ্যান ঢাকা থে‌কে ব‌রিশালের বাকেরগঞ্জ উপজেলার দিকে যা‌চ্ছিলো।

এসময় সিগন্যাল দিলে তা অমান্য করে কাভার্ট ভ্যান‌টি চলে যায়। তখন সার্জেন্ট কিব‌রিয়া গা‌ড়ি‌টিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে কাভার্ড ভ্যানের চালক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবা‌চিম হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এ‌দি‌কে নল‌িছি‌টি থানার সেকেন্ড অফিসার মহিউদ্দিন শেখ জানান, ঘাতক ট্রাক ও তার চালক জ‌লিল সিকদারকে তারা আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। ট্রাক চালক দপদপিয়ার সাবেক ফেরীঘাট এলাকায় ট্রলার যোগে পালাবার চেষ্টা করেছিলো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ঘটনার পরে চালক ও ট্রাক দুটিই আটক হয়েছে। আপাতত কিবরিয়াকে চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনগত ববস্থা নেয়া

এ‌দিকে শেবাচিম হাসপাতালেরর প‌রিচালক ডা. মো. বাকির হোসেন জানান, আহত সার্জেন্টের দু’পা বেশ কয়েক জায়গায় থেকে ভেঙ্গে গেছে। প্রয়োজন হতে পারে সেজন্য তাকে ঢাকা প্রেরণের চিন্তা ভাবনা চল‌ছে। যা কিছু করার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করেই করা হবে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:০৯:৪৩   ২০৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ