ভোলায় চাঁদার দাবীতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় চাঁদার দাবীতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
সোমবার, ১ জুলাই ২০১৯



---স্টাফ রিপোর্টার।।

ভোলায় চাঁদার দাবীতে মধ্যযুগীয় কায়দায় মাহিন্দ্র ড্রাইভারের সমস্ত শরীর থেতলে দিয়েছে মাহিন্দ্রের লাইনম্যান সবুজ। ভোলার বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাসস্টান্ডে আজ সকালে এই লোমহর্ষক চাঁদাবাজির ঘটনা ঘটে।

ভোলা বাসস্টান্ডে আজ ৩০ জুন সকাল ৭টার দিকে ইলিশার মাহিন্দ্র ড্রাইভার মোঃ আলাউদ্দিন ইলিশা ঘাট থেকে লঞ্চের যাত্রী নিয়ে বাসস্টান্ডে নামিয়ে ফেরার পথে আলাউদ্দিনকে আটকিয়ে চাঁদা দাবি করলে চাঁদার টাকা না দেয়ায় প্রকাশ্যে ন্যংটা করে মার পিট করতে থাকে।

এসময় অন্য মাহিন্দ্র ড্রাইভাররা তাকে বাচাতে এগিয়ে আসলে সবুজ বাসস্টান্ড এর টর্চার সেলে আলাউদ্দিনকে নিয়ে সমস্ত শরীরে কলম ডুকিয়ে রক্তাক্ত ও যখম করে। পরে রিক্সার ড্রাইভার ও পথচারিরা তাকে উদ্ধার করে নিরাপদে ইলিশায় পৌঁছে দেন।

মাহিন্দ্র ড্রাইভার আলাউদ্দিন বলেন, নিয়মিত সবুজকে চাঁদা দিতে হয় আমাদের। ইব্রাহিম পুলিশের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। সকাল বেলা আমার কাছে খুচড়া টাকা না থাকায় আমাকে আটকিয়ে সবুজ ও তার ক্যাডাররা আমার সমস্ত শরিরে কলমের দাড়ালো মাথা ডুকিয়ে রক্তাক্ত করে। এসময় আমার কাছে থাকা ২২ শ টাকা ওই সন্ত্রাসীরা নিয়ে যায়। আমাকে পথচারিরা উদ্ধার করে শহরে নিয়ে আসে।

স্থানীয়রা জানান, সবুজের পরিবারের অত্যাচারে বাসস্টান্ডের ব্যবসায়ীরা অতিষ্ট। তার পরিবার এই স্টান্ডর সকল অবৈধ কর্মকান্ডের সাথে জড়িত। এর আগে সবুজের বড় ভাই ইব্রাহিম ইয়াবার বড় চালানসহ পুলিশের হাতে ধরা পরে। এর পর কিছুদিন তাদের চাঁদাবাজির কর্মকান্ড বন্ধ থাকলেও এখন আবার তা পুরোদমে শুরু হয়েছে।

আজকের চাঁদাবাজির ঘটনায় আলাউদ্দিন ভোলা সদর মডেল থানায় অভিযোগ করেছে।

বাংলাদেশ সময়: ০:৩৩:২৩   ১৫৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥

আর্কাইভ