অ্যাকশন দৃশ্যে “শাকিব-বুবলি”

প্রথম পাতা » প্রধান সংবাদ » অ্যাকশন দৃশ্যে “শাকিব-বুবলি”
মঙ্গলবার, ২৮ মে ২০১৯



---ভোলাবাণী বিনোদনঃ

সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে ‘পাসওয়ার্ড’ ছবির তিনটি গানের শুটিং শেষ করে দেশে ফিরেছেন শাকিব-বুবলি। কয়েকদিনের বিরতির পর আবারো শুটিংয়ে ফিরেছেন তারা। এবার পরিচালক শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার’ ছবির শেষ অংশ অর্থাৎ অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন তারা।

শাহিন সুমন বলেন, আমরা গতকাল থেকে এফডিসিতে শুটিং শুরু করেছি। টানা চার দিন এখানে শুটিং করার কথা রয়েছে। এখন আমরা ছবির শেষ মারামরির শুটিং করছি। শুটিংয়ে শাকিব-বুবলীসহ প্রায় সব শিল্পীই অংশ নিচ্ছেন।

শাহিন সুমন আরো বলেন, আমরা চলতি বছরের জানুয়ারি মাসে ছবির শুটিং শুরু করেছিলাম। এরই মধ্যে ছবির সিংহভাগ কাজ শেষ করেছি।

এখানে শেষ মারামারির শুটিং করে ঈদের জন্য ছোট একটা বিরতি নেব। ঈদের পর আবারো শুটিং শুরু হবে। আশা করি, টানা শুটিং করে ছবির কাজটা শেষ করতে পারবো।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘একটু প্রেম দরকার’ ছবিটির প্রথমে নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরপর দুবার নাম পাল্টে শেষ পর্যন্ত ছবির নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’। এ ছবিতে শাকিব-বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুস্মিতা মৃদুলা।

প্রসঙ্গত, সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, একবুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার সিনেমাগুলো উল্লেখযোগ্যে।

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৯   ২০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ