মনপুরায় ১২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ১২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার, ২৪ মে ২০১৯



মনপুরা মডেল মসজিদ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।মোঃ ছালাহউদ্দিন, মনপুরা (ভোলা)সংবাদদাতা ॥

মনপুরা প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

শুক্রবার আসরবাদ উপজেলা পরিষদ কোট মসজিদ সংলগ্ন স্থানে তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের মানুষ যাতে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারেন তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সারা বাংলাদেশে মসজিদ,মন্দিরের কাজ চলছে।

প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিশ্বে অনুকরনীয় রোল মডেল। দেশে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় কাঙ্খিত উন্নয়ন হয়েছে। সরকারের ধারাবাহিকতায় দেশের উন্নয়ন আরো বেগমান হবে।

তিনি আরও বলেন চরফ্যাশন মনপুরা বিগত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি।

তিনি বলেন, মনপুরাকে আধুনিক মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা হবে।

মনপুরা আ’লীগ আয়োজিত ইফতার ও দোয়া মিলাদ একাংশ।ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সাধারন সম্পাদক একেএম শাহজাহান, চরফ্যাশন পৌর আ’লীগ সাধারন সম্পাদক মনির আহম্মদ শুভ্র, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীরসহ আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

এছাড়াও তিনি উপজেলার ৪টি ইউনিয়নে দুঃস্থ গরীবদের মাঝে শাড়ী বিতরন করেন এবং উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মিলাদে অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৭   ৩৮৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪রাজাপুরে উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত
ভোলার গ্যাস উৎপাদন: বাড়তি খরচে কূপ খনন করতে চায় রাশিয়ার গাজপ্রম
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

আর্কাইভ