চরফ্যাসনে নারী ইউপি সদস্যর নেতৃত্বে জেলের আবাসনের ঘর দখল

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাসনে নারী ইউপি সদস্যর নেতৃত্বে জেলের আবাসনের ঘর দখল
বুধবার, ৩১ মার্চ ২০২১



নিজস্ব প্রতিনিধি।। ভোলাবাণী।। 
চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে রাতের আঁধারে এক জেলের আবাসন প্রকল্পের ঘর দখল করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য রহিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে জেলে মোঃ ছালাউদ্দিন চরফ্যাসন নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চরফ্যাসনে নারী ইউপি সদস্যর নেতৃত্বে জেলের আবাসনের ঘর দখল

জেলে ছালাউদ্দিন অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সারজত আবসন কলনী দৌলৎপুর ৬নং ওয়ার্ডে তার নামে একটি ঘর বরাদ্ধ হয়। ঘর বরাদ্ধের পর থেকে দীর্ঘদিন যাবত জেলে ছালাউদ্দিন ও তার পরিবারসহ ওই ঘরে বসবাস করে আসছে। কিছুদিন পূর্বে তজুমদ্দিনে এক আতœীয়ের বাড়িতে বেড়াতে গেলে ইউপি সদস্য ও তার সাঙ্গু-পাঙ্গু  কামাল, মামুন ও আছমা রাতের আঁধারে ঘরের তালা ভেঙে ঘরের সকল মালামাল লুট করে নিয়ে ওই ঘর দখল করে নেয়। সে তার আত্নীয়ের বাড়ি থেকে আবাসনে ফিরলে দখলদাররা তাকে ঘরে ঢুকতে বাঁধা দেয়। এবং একপর্যায়ে তারা ভুক্তভোগী ও তার পরিবারের  সদস্যদের ওপর হামলা করে। এব্যপারে ভুক্তভোগী জেলে ছালাউদ্দিন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবহিত করলে উল্টো দখলদাররা ভুক্তভোগীকে প্রাণ নাশের হুমকি দেয়।
অভিযোগ রয়েছে এই ইউপি সদস্য রহিমা ও তার সাঙ্গু-পাঙ্গুরা ওই এলাকায় তাদের ক্ষমতার প্রভাব বিস্তার করে অসহায় মানুষদের জিম্মি করে বিচারের নামে প্রহসন করে আসছে। তাদের এ প্রহসন বিচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর ও মামলা-হামলার শিকার হতে হয়েছে অনেকের।
অভিযুক্ত নারী ইউপি সদস্য রহিমা বেগমের মুঠোফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।
চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি সরজমিনে গিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৯   ৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
চরফ্যাশনে তরমুজের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
অভয়াশ্রমে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুর্দশায় জেলেরা
চরফ্যাশনে বাবার লাশ দাফনে সন্তানদের আপত্তি নির্ধারিত সময়ে জানাজা হয়নি, সমঝোতার চেষ্টা

আর্কাইভ