দক্ষিণ আইচায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে গোসত বিক্রী

প্রথম পাতা » দক্ষিণ আইচা » দক্ষিণ আইচায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে গোসত বিক্রী
শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২



 

 সেলিম রানা।। ভোলাবাণী ঃ

 

পেটে বাচ্চাসহ গরু জবাই করে গোসত বিক্রী করেছেন ভোলা  চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারের  কসাই  মহিউদ্দিন ।

 

 

দক্ষিণ আইচায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করে গোসত বিক্রীশুক্রবার  কাক ডাকা  ভোরে দক্ষিণ আইচা বাজারে এ ঘটনা ঘটে। প্রভাতি টিমের সদস্যরা সকালে ব্যয়াম করতে গিয়ে জবাইকৃত গরুর পেটে বাচ্চার ঘটনাটি দেখতে পেলে মুহুতের মধ্যে বিষয়টি জানাজানি হয়। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

 

 স্থানীয় সূত্রে জানা  গেছে, দক্ষিণ আইচা বাজারের মাংস ব্যবসায়ী মহিউদ্দিন কসাই প্রতিদিনের মতো শুক্রবার  ভোর ৬টার দিকে দক্ষিণ আইচা বাজারের  সৌদি হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে একটি গরু জবাই করেন। গরু জবাইয়ের পর একটি বাচ্চা পাওয়া  গেলে তা বালুর মাঠে  ফেলে রাখেন মহিউদ্দিন কসাই।

দৃশ্যটি স্থানীয়  লোকজনের  চোখে পড়ে। এসময় বালুর মাঠে থাকা উপস্থিত সাধারণ মানুষের হৈ চৈ-এর কারণে কসাই মহিউদ্দিন সেখান থেকে সটকে পড়েন।

 

স্থানীয়রা আরও বলেন দক্ষিণ আইচায় প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা ছাড়া যত্রতত্র অবাধে গরু জবাইয়ের ফলে এসব ঘটনা অহরহ ঘটছে। এ ব্যাপারে মাংস ব্যবসয়ী মহিউদ্দিন  ঘটনার বিষয়ে অস্বীকার করে  বলেন, আমার পাশ্ববর্তী ব্যবসায়ীরা আমার ব্যবসার ক্ষতিসাধন করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে এর বাহিরে তিনি আর কোনো  মন্তব্য করেন নাই।

 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান রাহুল   জানান সঠিক  তদারকির অভাবে থানা সদরে এমন ঘটনা অনাকাঙ্গিত।

 

 

 

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন  আমি খবর পাওয়ার সাথে সাথে বিক্রী বন্ধ করার ব্যবস্থা করেছি। তবে মহিউদ্দিনকে আটক করা সম্ভব হয়নি।

 

 

সেনেটারী ইন্সপ্টের নুরুল আমিন জানান, এ সকল বিষয় গুলো প্রাণি সম্পদ অধিদপ্তরের অধীনে। আমার করনীয় কিছু নাই।

 

 

চরফ্যাশন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, রোগাক্রান্ত বা গর্ভবতী প্রাণি জবাই ও বিক্রী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫১:০৯   ৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দক্ষিণ আইচা’র আরও খবর


দক্ষিণ আইচায় ২৫ বছর করে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
দক্ষিণ আইচায় স্কুল ছাত্র নয়নের রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত লঞ্চ ভাসছে পানিতে
দক্ষিণ আইচায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
ভোলায় ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছ
দক্ষিণ আইচায় প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
দুই চেয়ারম্যানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব উদযাপন
১২ বছর পালিয়ে থেকে ও শেষ রক্ষা পেলেন না নুর মোহাম্মদ
দক্ষিণ আইচায় নৌকার প্রার্থী এমপি জ্যাকব এর উঠান বৈঠক
দক্ষিণ আইচায় এক স্কুল ছাত্রীকে অপহরণ, মুচলেকায় মুক্তি

আর্কাইভ