উপকূলীয় এলাকার মানুষকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেতন করতে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক মহড়া

প্রথম পাতা » প্রধান সংবাদ » উপকূলীয় এলাকার মানুষকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেতন করতে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক মহড়া
বুধবার, ৮ মে ২০১৯



---আদিল হোসেন তপু।। ভোলাবাণীঃ

চারদিকে সবুজ শ্যামল গ্রাম। যে গ্রামে কৃষক তার জমীতে ফসল ফলায়, রাখাল গরু নিয়ে মাঠে যায়। নববধূ ব্যস্ত সময় কাটাচ্ছে ঘরে কাজে। শিশুরা কেউ স্কুলে যায় কেউবা খেলায় ব্যস্ত সময় পার করছে। বাউলদের গলায় ফোটে বাউলগান। জেলেরা মাছ শিকারে ব্যস্ত। গ্রামের ঘর ঘুলো সারি সারি স্বাজানো ঘুছানো। ঠিক তখনই গ্রামের মানুষ কিছু বুঝে উঠার আগেই এক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ঘোটা গ্রাম। চারদিকে শুধু লাশ আর লাশ। স্বজন হারানো মানুষের কান্নায় বাড়ী হচ্ছে ঘোটা গ্রাম। উপকূলীয় এলাকায় প্রতি বছর ঘূর্ণিঝড়ে এমন দৃশ্যের সৃষ্টি হয় প্রতিনিয়ত। উপকূলীয় এলাকার মানুষকে ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেতন করতে অনুষ্ঠিত হয়ে গেল দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক মহড়া। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় নারী ও শিশুদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মহড়া লক্ষ।

‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার (০৬ মে) বিকালে ভোলা সদর উপজেলায় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে জাগো নারীর একভূত সমাজভিত্তিক দুযোর্গ ঝুকিঁ ব্যবস্থাপনা প্রকল্প এর আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় এই মহড়া অনুষ্ঠিত হয়।

কাচিয়া ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান আবদুল হাই সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সিপিপি) উপ পরিচালক মোঃ শাহাবুদ্দিন, প্লান (USA) প্রগ্রাম ম্যানেজার ব্রায়ান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হিউম্যানেটারি এন্ড ম্যানেজার গোলাম রাব্বানি,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিভিশোনাল ম্যানেজার শাহরুখ সোহেল, জাগোনারী প্রজেক্ট ম্যানেজার সাখাওয়াত হোসেন, জাগোনারী ডিরেক্ট কমিউনিকেশন ডিউক ইবনে আমিন। মহড়ায় স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী মহড়া উপভোগ করেন।

আয়োজকরা বলেন পিছিয়ে পড়া জনোগোষ্ঠি যেন দুর্যোগ ঘটার আগে করনীয় সম্পর্কে মানুষ যেন সচেতন হয়ে প্রস্তুুতি নিতে পারে এবং সকল শ্রেনীর মানুষ যেন আশ্রয় কেন্দ্রে যায় তার জন্য সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা মানুষকে সচেতন করার জন্য এ মহড়ার আয়োজন করেছি এবং সামনে আরো করব।

মহড়ায় স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক এবং মহড়ায় দুর্যোগের সময় উদ্ধার কার্যক্রম, সতর্ক সংকেত প্রচার, প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৪:৩১   ২১৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ