ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ।

প্রথম পাতা » খেলাধূলা » ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ।
বুধবার, ৮ মে ২০১৯



ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করছে তামিম-সাকিব।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করছে তামিম-সাকিব।ভোলাবাণী স্পোর্টস ডেক্স।।বল হাতে ভিত গড়ে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর জয়ের পথে দলকে নিয়ে গেলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। কিন্তু সবাইকে ছাপিয়ে ব্যাটে-বলে বাংলাদেশকে জয় এনে দিলেন সেই সাকিব আল হাসান।

ব্যাট হাতে ৬১ রান করে এবং বল হাতে ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে দিনের নায়ক সাকিব আল হাসান। আর তার ওপর ভর করে ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬১ রান করেছিল। বাংলাদেশের দুই ওপেনার তামিম ও সৌম্য অনেকটাই সহজ করে ফেললেন এই লক্ষ্যে চলা। বিনা উইকেটে বাংলাদেশ তুলে ফেললো ১৪৪ রান। এর মধ্যে বেশি আক্রমণাত্মক থাকা সৌম্য সরকার ৬৮ বলে ৭৩ রান করে আউট হন।

আর ধীরগতিতে খেলা তামিম ইকবাল ১১৬ বলে ৮০ রান করে ফেরেন। এই দু জন আউট হওয়ার ধাক্কা বাংলাদেশকে টের পেতে দেননি সাকিব ও মুশফিকুর রহিম। মুশফিক ৩২ রানে এবং সাকিব ৬১ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন।

এর আগে শুরুতে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে জন ক্যাম্পবেলের সঙ্গে মিলে উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড করেছিলেন সেই হোপ। গতকাল পিঠে ব্যথার কারণে খেলতে পারেননি ক্যাম্পবেল। তার বদলে ইনিংস শুরু করেন হোপ ও অ্যাম্ব্রিস। দু জনে ৮৯ রান যোগ করে প্রথম উইকেট।

অ্যাম্ব্রিসকে ৩৮ রানে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই সাকিব তুলে নেন ব্রাভোর উইকেট। এরপর আবার ১১৫ রানের জুটি করেন সেই হোপ ও রোস্টন চেজ। ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ২০৫ রান তুলে ফেলে। দু জনকেই ফিরিয়ে দেন মাশরাফি। সবমিলিয়ে মাশরাফি ৪৯ রানে ৩ উইকেট নেন।

ভালো বোলিং করেছেন সাইফউদ্দিন, সাকিব আল হাসান ও মিরাজও। সাইফ ৪৭ রানে ২ উইকেট নেন, মিরাজ ৩৮ রান খরচ করে নেন ১ উইকেট। ২টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু তিনি ছিলেন দারুণ খরুচে। ১০ ওভারে ৮৪ রান ব্যয় করে তিনিই ওয়েস্ট ইন্ডিজের রানটা ওপরে চড়িয়ে দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৫৪:১৮   ২৪৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ