ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা প্রশাসন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা প্রশাসন
বৃহস্পতিবার, ২ মে ২০১৯



---বিশেষ সংবাদদাতা।। ভোলাবাণীঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা প্রশাসন।

‘ফণি’র মোকাবিলায় বুধবার বিকেলে পৃথক সভা করেছে জেলা প্রশাসন ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিট। জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে সাতটি কন্ট্রোল রুম, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৮৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের পাঁচ শতাধিক ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়ারও দুর্যোগ মুহূর্তে শুকনো খাবার পরিবেশনে চিড়া ও গুড় বিতরণের দোকান ঠিক করে রাখা হয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, প্রশিক্ষণ বিভাগের প্রধান সাদ্দাম হোসেন, কলেজ শাখার প্রধান সুমন প্রমুখ।

এদিকে ঘূর্ণিঝড় ফণির মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ভোলার জেলা প্রশাসন। এরইমধ্যে জেলার সঙ্গে দূরবর্তী চরগুলোর সংযোগকারী নৌপথে সব ধরনের অনিরাপদ লঞ্চ ও ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্গম এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রসহ নিরাপদে স্থানে থাকতে বলা হয়েছে।

ডিসি মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রস্তুত রাখা হয়েছে। দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপথ স্থানে থেকে চলাচল করতে বলা হয়েছে। জেলার ৫৫৭ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।


শুকনো খাবার সরবরাহের জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাঠ পর্যায়ে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১২:৫৬:২০   ২৩৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ